১৩ নভেম্বর, ২০২৩ ১২:১৯

‘২৭ টাকার বেশি হলে আলু কোল্ডস্টোরেজ থেকে বের করতে দেয়া হবে না’

অনলাইন ডেস্ক

‘২৭ টাকার বেশি হলে আলু কোল্ডস্টোরেজ থেকে বের করতে দেয়া হবে না’

ফাইল ছবি

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, আজ থেকে সরকার নির্ধারিত দামে ২৭ টাকায় কোল্ডস্টোরেজ থেকে আলু বিক্রি হবে। এর চেয়ে বেশি হলে আলু কোল্ডস্টোরেজ থেকে বের করতে দেয়া হবে না। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসিদের এ নির্দেশনা দেয়া হয়েছে। 

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা অস্বাভাবিক দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এরই মধ্যে ৫০টির অধিক মামলা চলমান আছে। বেশি কিছু জরিমানাও আদায় করা হয়ছে। ইতিমধ্যে ১০ হাজার ৯৫ টন আলু এবং ৬২ হাজার ডিম আমিদানি করা হয়েছে। চিনি তেলসহ আর কিছু নিত্যপণ্যের আমদানি বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। ব্যাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট দের নির্দেশনা দেয়া হয়েছে যাতে এলসি খুলতে কোন সমস্যা না হয়।

বিডি প্রতিদিন আরাফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর