২৭ নভেম্বর, ২০২৩ ২১:১৮

ডাচ বাংলার টায়ার ফোর ডাটা সেন্টার বাস্তবায়ন করবে স্মার্ট টেক

অনলাইন ডেস্ক

ডাচ বাংলার টায়ার ফোর ডাটা সেন্টার বাস্তবায়ন করবে স্মার্ট টেক

ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ডাটা সেন্টার সল্যুশন প্রদান করবে শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। 

সম্প্রতি ডাচ বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘সাপ্লাই, ইনস্টলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব ডাটা সেন্টার ইনফ্রাসট্রাকচারাল ইকুইপমেন্ট ফর ডাচ বাংলা ব্যাংক লিমিটেড’ শীর্ষক প্রজেক্টের কার্যাদেশ হস্তান্তর করা হয়।

এ সময় ডাচ বাংলা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহ আলম পাটওয়ারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (আইটি, ইনোভেশন, রিকনসিলেশন অ্যান্ড মনিটরিং ডিভিশন) মোহাম্মদ এমদাদুল হক খান এবং একই বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি হেড মো. ওসমান গনি। অন্যদিকে, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং এন্টারপ্রাইজ সল্যুশন সেলস’র এজিএম এস.এম কায়েস হোসেন। 

কার্যাদেশটির অধীনে ৫টি প্রোডাক্ট ক্যাটাগরিতে সেবা প্রদান করবে স্মার্ট টেকনোলজিস। সেগুলো হলো পাওয়ার ইকুইপমেন্ট, কুলিং সিস্টেম, নেটওয়ার্ক ইকুইপমেন্ট, প্যাসিভ ইকুইপমেন্ট এবং টায়ার ফোর ডিজাইন ভ্যালিডেশন অ্যান্ড সার্টিফিকেশন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর