৯ ডিসেম্বর, ২০২৩ ১৯:৪৬

ইসরায়েলকে সমর্থনের চড়া মূল্য, বয়কটে ১১ বিলিয়ন ডলার খোয়াল স্টারবাকস

অনলাইন ডেস্ক

ইসরায়েলকে সমর্থনের চড়া মূল্য, বয়কটে ১১ বিলিয়ন ডলার খোয়াল স্টারবাকস

গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি বর্বরতায় সমর্থন দিয়ে এবার মাত্র ১৯ দিনে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে আন্তর্জাতিক কফি চেইন শপ স্টারবাকস।

বিশ্বব্যাপী স্টারবাকস বয়কটের ডাক দিয়েছে ফিলিস্তিন সমর্থকরা। 

গত ১৬ নভেম্বরের রেড কাপ প্রমোশনের পর থেকে ১৯ দিনে স্টারবাকসের শেয়ার ৮ দশমিক ৯৬ শতাংশ কমেছে, যা প্রায় ১১ বিলিয়ন ডলার ক্ষতির সমান। টানা ১২ স্টক মার্কেট সেশনে স্টারবাকসের শেয়ার দাম কমেছে, যা ১৯৯২ সালে কোম্পানিটি পাবলিক হওয়ার পর থেকে সর্বোচ্চ।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশে ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি ও পণ্য বয়কটের ডাক দিয়েছেন অনেকে। এরই প্রভাবে মরক্কোতে স্থায়ীভাবে বন্ধের পথে স্টারবাকস। জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর মরক্কোর বাজার ছেড়ে যাবে কোম্পানিটি।

বিশ্বব্যাপী ৮৬টি দেশে ৩৫ হাজারের বেশি শাখা রয়েছে কোম্পানিটির, যার বেশিরভাগ যুক্তরাষ্ট্রে অবস্থিত।


সূত্র: খালিজ টাইমস


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর