১৫ ডিসেম্বর, ২০২৩ ১০:১৩

গ্রাহকদের পাওনা ফেরত দিতে শুরু করেছে ধামাকা শপিং ডটকম

অনলাইন ডেস্ক

গ্রাহকদের পাওনা ফেরত দিতে শুরু করেছে ধামাকা শপিং ডটকম

ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডে

গ্রাহকদের পাওনা ফেরত দিতে শুরু করেছে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের আওতাধীন ই-কমার্স ধামাকা শপিং ডটকম। প্রতিষ্ঠানটির কাছে ১৩০ জন মার্চেন্টের ৭০ কোটি ৮ লাখ ৮৫ হাজার ১৪৪ টাকা পাওনা রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ২ কোটি টাকা পে-অর্ডারের মাধ্যমে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নাম্বার ১০১০২/২০২১ এর পক্ষভুক্ত ১৩০ জন মার্চেন্টের পক্ষে চারজন গ্রাহক (মাহমুদুর রহমান, শাফায়াত হোসেন, সাইফুজ্জামান এবং মেহেদী হাসান) ধামাকা শপিং ডটকমের ম্যানেজিং ডিরেক্টর এস এম ডি জসিম উদ্দিন চিশতির প্রতিনিধি রাজীব আহমেদ রাজুর কাছ থেকে এই পে অর্ডার গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনের জানানো হয়, মার্চেন্টদের বাকি টাকা আগামী ছয় মাসের মধ্যে পরিশোধ করা হবে। এ সময় জসিম উদ্দিন চিশতীর বিরুদ্ধে চলমান মামলাগুলো স্থগিত করার আহ্বান জানান তিনি।

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর