২ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:০৫

বাণিজ্য প্রতিমন্ত্রীকে এইউএএবি’র সংবর্ধনা

অনলাইন ডেস্ক

বাণিজ্য প্রতিমন্ত্রীকে এইউএএবি’র সংবর্ধনা

বাণিজ্য প্রতিমন্ত্রীকে এইউএএবি’র সংবর্ধনা

দ্বাদশ সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন টাঙ্গাইল-৬ আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। নিজেদের সাবেক শিক্ষার্থীর এই অর্জনকে উদযাপন করতে রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অ্যাজাম্পশন ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইউএএবি)।

গত বুধবার রাতে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইউএএবি’র প্রেসিডেন্ট সাঈদ হাসান, ভাইস প্রেসিডেন্ট আরিয়া ইসলাম আরি, জেনারেল সেক্রেটারি জারা জাবীন মাহবুব ও ট্রেজারার মুনাজ্জির শেহমাত করিমসহ অন্যান্য সদস্য ও আয়োজকরা।

অনুষ্ঠানে এইউএএবি’র নির্বাহী কমিটির প্রেসিডেন্ট সাঈদ হাসান বলেন, “বিশেষ এই আয়োজনে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ। স্কুল থেকে শুরু করে এবিএসি-তে স্নাতকসহ গত ৪৬ বছর ধরে আমি আমার বন্ধু টিটুকে চিনি। মানুষ হিসেবে তিনি অত্যন্ত নম্র ও বিনয়ী। আজ আমরা তাকে নিয়ে গর্ববোধ করছি। আমরা আশাবাদী তিনি তার জ্ঞান ও দক্ষতা দিয়ে আমাদের দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন। আমরা তার সার্বিক সফলতা কামনা করি।”

বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর বলেন, “এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিমন্ত্রী টিটুকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। তিনি সকল চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা করতে পারবেন বলে আত্মবিশ্বাসী আমরা। আমি থাইল্যান্ড-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমৃদ্ধ ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। নবনিযুক্ত প্রতিমন্ত্রী এই দুই দেশের সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী আমরা। আর এই সহযোগিতায় পাশে থাকবে রয়্যাল থাই অ্যাম্বাসি।”

অ্যাজাম্পশন ইউনিভার্সিটি অব থাইল্যান্ডের গ্র্যাজুয়েট ও শিক্ষার্থীদের ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতার মধ্য দিয়ে যুক্ত করে অ্যাজাম্পশন ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইউএএবি)। ব্যবসা-বাণিজ্য, হসপিটালিটি, পর্যটন ও স্বাস্থ্যসেবায় ক্যারিয়ার কাউন্সিলিং ও কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গতিশীল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এইউএএবি। এই অ্যাসোসিয়েশন শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, হসপিটালিটি, পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বারোপের মধ্য দিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশে থাই দূতাবাসের সাথে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর