২১ এপ্রিল, ২০২৪ ১৫:৫৮

স্বর্ণের দাম বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা

নিজস্ব প্রতিবেদক

স্বর্ণের দাম বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা

দেশের বাজারে স্বর্ণের  দাম কিছুটা বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬৩০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাক।

রবিবার (২১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। 

আজ রবিবার (২১ এপ্রিল) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে এই দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর