১৪ মে, ২০২৪ ১৬:০৮

চীনের পণ্যে ১৮ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

চীনের পণ্যে ১৮ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

চীন থেকে আমদানি করা পণ্যে ১৮ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বৈদ্যুতিক যানবাহন, ব্যাটারি, ইস্পাত এবং গুরুত্বপূর্ণ খনিজের মতো কৌশলগত খাতগুলিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এই শুল্ক বৃদ্ধি করছে। মঙ্গলবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন নির্বাচনে তার ২০২০ সালের রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। বাণিজ্য বিষয়ে ট্রাম্পের রেকর্ডের জন্য বাইডেনের সমালোচনা করা হচ্ছে। এমন অবস্থায় হোয়াইট হাউস জানিয়েছে, চলতি বছর বৈদ্যুতিক গাড়িতে শুল্কের হার চারগুণ বেড়ে ১০০ শতাংশ হবে এবং আগামী বছরের মধ্যে সেমিকন্ডাক্টরের শুল্ক ২৫ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হবে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, প্রযুক্তি হস্তান্তর, মেধাস্বত্ব ও উদ্ভাবন সংক্রান্ত অন্যায্য বাণিজ্য চর্চা দূরীকরণে চীনকে উৎসাহিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি পণ্যে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করেছিলেন। এটা পর্যালোচনা করেই বাইডেন প্রশাসন চীন থেকে আমদানি পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর