১৭ মে, ২০২৪ ১৬:০২

রাঙামাটিতে মাংস ও ডিমের দাম লাফিয়ে বাড়ছে

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে মাংস ও ডিমের দাম লাফিয়ে বাড়ছে

রাঙামাটিতে বেড়েছে নিত্যপণ্যের দাম। মাছ মাংস আর ডিমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে আদা, রসুন ও পিয়াজের দাম। 

আজ শুক্রবার সকালে রাঙামাটির শহরের বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। তাই ভরপুর সবজি আর নিত্যপণ্য থাকলেও ক্রেতাশূণ্য হাট বাজারগুলো। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটিতে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ২২০টাকা, সোনালি ৩৭০টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০টাকা কেজি। আর ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আলু ৫০ থেকে ৭০ টাকা, পিয়াজ ৯০ থেকে ১২০ টাকা, রসুন ২৪০ টাকা, আদা ৪০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শসা, বাধা কপি, বেগুন, ফুলকপি, টমেটো, চিচিংগা, বরবটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা দরের মধ্যে। এছাড়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব ধরনের চালের দাম।

স্থানীয়রা বলছেন, প্রশাসনের সঠিক নজরদারি নাথাকার কারণে সুযোগে চড়াদাম হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর