১৮ মে, ২০২৪ ১৬:০৮

আট মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে বিশ্বের সেরা এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক

আট মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে বিশ্বের সেরা এয়ারলাইন্স

সংগৃহীত ছবি

কর্মীদের ৮ মাসের বেতনের সমান বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

সিঙ্গাপুর এয়ারলাইনস লিমিটেড এক বিবৃতিতে বলেছে, করোনা মহামারির পরে চীন, হংকং, জাপান এবং তাইওয়ান সীমান্ত খুলে দেওয়ায় আমাদের ফ্লাইটের চাহিদা বেড়েছে। বছরজুড়েই প্রচুর যাত্রী আমাদের এয়ারলাইন্সে ভ্রমণ করেছেন।

সিএনএন জানিয়েছে, ২০২৩-২০২৪ অর্থ-বছরে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার বার্ষিক নিট মুনাফা অর্জন করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। এই রেকর্ড সংখ্যক মুনাফার কারণেই কর্মীদের ৮ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে কি না, তা অবশ্য জানা যায়নি। এ বিষয়ে জানতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে সিএনএন।

মর্যাদাপূর্ণ স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস অনুসারে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি গত বছর বিশ্বের সেরা এয়ারলাইন্স হিসেবে নির্বাচিত হয়েছিল। ২৩ বছরের ইতিহাসে এই নিয়ে পঞ্চমবারের মতো শীর্ষস্থান দখল করল সিঙ্গাপুর এয়ারলাইন্স।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রধান নির্বাহী গোহ চুন ফং বলেন, ‘পুরো টিমের কঠোর পরিশ্রম ও ত্যাগের কারণেই আমরা সেরা হতে পেরেছি। কর্মীদের সর্বাত্মক প্রচেষ্টা সিঙ্গাপুর এয়ারলাইন্সকে মহামারির পরে আরও শক্তিশালী হয়ে উঠতে সহায়তা করেছে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কর্মীদের বিপুল অংকের বোনাস শুধু সিঙ্গাপুর এয়ারলাইন্সই দিচ্ছে এমন নয়। দুবাইয়ের এমিরেটস এয়ারলাইনও তাদের কর্মীদের ২০ সপ্তাহের বেতনের সমান বোনাস দেবে বলে ঘোষণা দিয়েছে। সংস্থাটির অভ্যন্তরীণ ই-মেইল থেকে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে প্রকাশ্যে এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি এমিরেটস এয়ারলাইন্সের কোনো কর্মী। সূত্র: সিএনএন 

 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর