৪ জুন, ২০২৪ ১১:৪৭

ভোট গণনার ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে

অনলাইন ডেস্ক

ভোট গণনার ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে

দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ভারতে নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার শুরু হয়েছে ভোট গণনা। বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ জোট নাকি বিরোধী ইন্ডিয়া জোট; এই লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে সেটা জানা যাবে আজই। স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) এই ভোট গণনা শুরু হয়।

তবে লোকসভার ভোটগণনা শুরুর পরই দেশটির শেয়ার বাজারে ধস নামে। বেলা বাড়ার সঙ্গে পতন হল সূচকের। মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ হওয়ার সময় (ভারতের সময় ১০টা ১২ মিনিটে) পর্যন্ত প্রায় ২০০০ পয়েন্ট পতন হল সেনসেক্সের।

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের লোকসভা নির্বাচনের ভোট। সপ্তম বা শেষ দফার ভোট হয়েছিল ১ জুন। এর ৭২ ঘণ্টা শেষে আজ সকাল আটটা থেকে শুরু হয় ভোটগণনা। প্রথমে গোনা হয় পোস্টাল ব্যালটে পড়া ভোট। এরপর শুরু হয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। এই যন্ত্রেই আপাতত ৫৪৩ আসনের প্রার্থীদের ভবিতব্য লুকিয়ে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর