৭ জুন, ২০২৪ ২১:৩৯

প্রাইম ব্যাংকের সাথে পেরোল ব্যাংকিং চুক্তি করলো ওপাস টেকনোলোজি

অনলাইন ডেস্ক

প্রাইম ব্যাংকের সাথে পেরোল ব্যাংকিং চুক্তি করলো ওপাস টেকনোলোজি

শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে ওপাস টেকনোলোজি লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, ওপাস টেকনোলোজি লিমিটেডে-এর কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়া তারা নিজেদের সুবিধা মতো প্রাইম ব্যাংকের অটোমেটেড স্যালারি সেবার ডিজিটাল পোর্টাল ‘PrimePay’ উপভোগ করতে পারবেন। পাশাপাশিম করপোরেট পেমেন্ট-এর সেবাও সার্বক্ষণিক উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ওপাস টেকনোলোজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাফর ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ ও ব্যাংকের হেড অব বাসাবো ব্রাঞ্চ সাবিনা ইয়াসমিন এবং ওপাস টেকনোলোজি লিমিটেডের এজিএম (ফাইন্যান্স এ্যান্ড অপারেশন) রাশেদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর