২২ জুন, ২০২৪ ১৬:৪৭

ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

দিনাজপুর প্রতিনিধি

ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৮দিন ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম চালু হয়েছে। এতে ফিরেছে বন্দরে কর্মচাঞ্চল্যতা। 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পণ্যবাহী একটি ট্রাক প্রবেশের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়। 

বিষয়টি সাংবাদিকদের জানায় হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়।

এদিকে, হিলি ইমিগ্রেশনের ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুইদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর