শিরোনাম
২১ আগস্ট, ২০২৪ ১৮:০৪

স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামের পদত্যাগ, নতুন চেয়ারম্যান আবদুল আজিজ

নিজস্ব প্রতিবেদক

স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামের পদত্যাগ, নতুন চেয়ারম্যান আবদুল আজিজ

মোহাম্মদ আবদুল আজিজ (বামে) ও কাজী আকরাম উদ্দিন আহমেদ। ফাইল ছবি

বেসরকারি খাতের শরীয়াহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। বুধবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আবদুল আজিজ। আগামী এক বছরের জন্য তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৯৬তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন পরিচালকরা।

১৯৯৯ সালের ১১ মে যাত্রা শুরু করা ব্যাংকটিতে গত ২৫ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কাজী আকরাম উদ্দিন আহমেদ। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে তৃতীয় প্রজন্মের এই ব্যাংকটি। 

যোগাযোগ করা হলে কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আমি ২৫ বছর ৭ মাস চেয়ারম্যান ছিলাম। পদত্যাগ করেছি। ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয়েছে আরেক পরিচালক মোহাম্মদ আবদুল আজিজকে। আবদুল আজিজ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য। তিনি লায়নস ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর