১ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৪৬
পোল্ট্রি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক

ডিম ও মুরগির দাম দ্রুতই কমবে : বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

ডিম ও মুরগির দাম দ্রুতই কমবে : বাণিজ্য উপদেষ্টা

কথা বলছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ

ডিম ও মুরগির দাম দ্রুতই কমবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‌‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সন্তোষজনকভাবে কমেছে। এটা আরও কমবে। তবে একবার পণ্যের দাম বেড়ে গেলে তা কমতে কিছুটা সময় নেয়।’

আজ রবিবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ডিমের দাম যা আছে সেখান থেকে আরও কমবে শিগগিরই। কারণ জ্বালানি তেলের দাম কমেছে। এতে পরিবহন খরচও কমেছে।

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পোল্ট্রি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ড. সালেহ উদ্দিন আহমেদ। এরপর তিনি জানান, পোল্ট্রি খাদ্যের দাম কমানোর চেষ্টা চলছে, এতে দ্রুতই মুরগির দাম কমে আসবে।

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর