ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য সোমবার (৭ অক্টোবর) তিনটি নতুন কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এসেছে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।
গ্রাহকদের ক্ষমতায়ন করার মধ্য দিয়ে নিজেদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাংলালিংক। গ্রাহকদের জীবনকে আরও সমৃদ্ধ করতে ডিজিটাল সমাধান ও সময়োপযোগী নানান অফার নিয়ে আসছে এই ডিজিটাল অপারেটর। এরই ধারাবাহিকতায় নতুন তিনটি কার্ড নিয়ে এলো বাংলালিংক। কার্ডগুলো হলো মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, মাস্টারকার্ড টাইটানিয়াম ক্রেডিট কার্ড ও মাস্টারকার্ড প্রিপেইড কার্ড। বাংলালিংক ব্যবহারকারীদের লয়্যাল্টি প্রোগ্রাম বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা এই কার্ড ব্যবহার করে বিশেষ অফার এবং কেনাকাটার বিপরীতে পয়েন্ট অর্জন ও রিডিম করার সুযোগ পাবেন।
টাইটানিয়াম ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বিনামূল্যে কার্ড পাবেন এবং মাস্টারকার্ড ওয়ার্ল্ড কার্ডধারীরা কার্ড ইস্যুয়েন্স ফি-তে ৫০ শতাংশ ছাড় উপভোগ করবেন। উভয় কার্ডের ক্ষেত্রেই বছরে ২৪টি লেনদেন পর্যন্ত বার্ষিক বা নবায়ন ফি ছাড় সুবিধা পাওয়া যাবে।মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে আটটি কমপ্লিমেন্টারি লাউঞ্জে প্রবেশের সুযোগ পাবেন এবং টাইটানিয়াম ক্রেডিট কার্ডে চারটি ফ্রি লাউঞ্জ প্রবেশ থাকবে। উভয় কার্ডধারীরাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইবিএল স্কাইলাউঞ্জ এবং মিট অ্যান্ড গ্রিট সেবার অফুরন্ত সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।
কার্ডধারীরা তাৎক্ষণিকভাবে অরেঞ্জ ক্লাবের সিগনেচার টিয়ারে উন্নীত হবেন। পোস্টপেইড গ্রাহকরা আন্তর্জাতিক রোমিং সিকিউরিটি ডিপোজিটে ছাড় পাবেন; আর প্রিপেইড গ্রাহকরা প্রথম রোমিং রিচার্জে ৫০ শতাংশ ছাড় উপভোগ করার সুযোগ পাবেন।
বিডি প্রতিদিন/হিমেল