সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা
পুরাণ কাহিনী

মৃত্যুঞ্জয়ী ফিনিক্স পাখি

মো. আবদুল বাকী চৌধুরী নবাব

মৃত্যুঞ্জয়ী ফিনিক্স পাখি

ফিনিঙ্ এক ঐশ্বরিক মহিমামণ্ডিত পাখি। বিশ্বের বিভিন্ন দেশের লোককাহিনী ও ধর্মীয় উপখ্যানে ফিনিঙ্ পাখির উল্লেখ আছে। গ্রিকদের কাছে এটি দেব পাখির মর্যাদা পেয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী ফিনিঙ্ পাখির সৃষ্টি অগি্নশিখা থেকে। বর্তমান লেবানন, সিরিয়া, প্যালেস্টাইন, ইসরায়েল, ভূখণ্ডের ফিনিসীয় পুরাণ, গ্রিক পুরাণ এবং প্রাচীন মিসরীয়দের বর্ণনায়ও ফিনিঙ্ পাখির উল্লেখ পাওয়া যায়। এমনকি চীনা পুরাণেও ঠাঁই পেয়েছে এই জাদুকরী পাখি। গ্রিক পুরাণ অনুসারে ফিনিঙ্ হলো এক পবিত্র 'অগি্ন-পাখি'। এই পবিত্র আগুনপাখির জীবনচক্র আবর্তিত হয় হাজার বছর ধরে। সোনালি রঙের মনোলোভা লেজ এবং লাল, গোলাপি ও নীল রঙের পালক দ্বারা আবৃত্ত ময়ূরসদৃশ ফিনিঙ্ পাখির নাকি কোনো মৃত্যু নেই। হাজার বছর বেঁচে থাকে এই পাখি। তাকে বধ করার সাধ্য যমদূতের নেই। যমদূত আসার আগেই ফিনিঙ্ পাখি নিজের বাসা নিজেই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর দগ্ধিভূত পাখি ও তার বাসার ভস্ম থেকে জন্ম নেয় নতুন ডিম। উদ্ভব হয় নতুন জীবনের, শুরু হয় নতুনভাবে ফিনিঙ্রে অবিনাশী যাত্রা। লোককাহিনী মতে, ফিনিঙ্ পাখিকে হিংসুকেরা আঘাত করলে এর পালক থেকেও জন্ম নেয় নতুন প্রাণ। এদের চোখের পানিও বদলে দিতে পারে কারও জীবন। অগি্ন ও পবিত্রতার বদৌলতে এই পাখি মৃত্যু পথযাত্রীদের সাময়িক জীবন দেওয়ার ক্ষমতা রাখে। ফিনিস, গ্রিক ও প্রাচীন মিসরীয় পুরাণের ফিনিঙ্ ভর করেছে খ্রিস্টান বিশ্বাসেও। ফিনিঙ্ পাখি খ্রিস্টানদের শিল্পকলা ও সাহিত্যে খুব দ্রুত স্থান করে নেয় এবং তা খুব জনপ্রিয়ও হয়। খ্রিস্টানরা তাকে তাদের পুনরুত্থান, অমরত্ব ও মৃত্যুর পর জীবিত হওয়ার প্রতীকও মনে করতে থাকে। পারস্যের লোককাহিনী অনুযায়ী মহাবীর রুস্তমের বাবা জাল এই প্রতীক পাখিকে সযত্নে লালন করেছিলেন। লেবানন তাদের প্রাচীন এবং আধুনিক সংস্কৃতির প্রধান বাহক মনে করে ফিনিঙ্কে। ফিনিসীয় সভ্যতায় ফিনিঙ্রে আবাসস্থল ঝরনা বা কূপের পাশে। ভোরে স্নান করার সময় ফিনিঙ্রে গাওয়া গান শোনার জন্য গ্রিক সূর্যদেবতা হেলিয়োস রথ থামাত। অমরত্ব আর পুনরুজ্জীবনের প্রতীক ফিনিঙ্ মৃত্যুর আগে হেলিওপোলিসে গমন করত। চীনে লোককাহিনীর প্রাণী ড্রাগনের পরই ফিনিঙ্রে স্থান। চীনের কিংবদন্তিতে ফিনিঙ্ হচ্ছে এক ধরনের উপকারী পাখি। চীনারা 'সোনালি ফিনিঙ্কে' প্রতিকূল পরিবেশে বড় হওয়া মেধাবীদের উপমা হিসেবে ব্যবহার করে।

 

 

সর্বশেষ খবর