বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

টাইগারদের জয়

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডের প্রথম খেলায় মঙ্গলবার টাইগাররা কিউইদের হারিয়ে দিয়েছে ৪৩ রানে। রাজনৈতিক হানাহানিজনিত হতাশা ও অনিশ্চয়তা যখন ১৬ কোটি মানুষকে বিব্রতকর অবস্থায় ঠেলে দিচ্ছিল, তখন টাইগারদের এই জয় সবার মনে আশার ঝলক হয়ে দেখা দিয়েছে। কিউইদের সঙ্গে টাইগারদের প্রথম ওয়ানডের শুরুটা ছিল নিরাশায় ভরা। টসে হেরে যায় বাংলাদেশ। টস হার নাকি ম্যাচের অর্ধেকটা হাতছাড়া হয়ে যাওয়া। ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ের মুখোমুখি হয় তারা। ২৫ রানেই তিন উইকেটের পতন ঘটে। কিন্তু সাহস হারায়নি টাইগাররা। অধিনায়ক মুশফিকুরের ক্যাপ্টেনসুলভ খেলা টাইগারদের শক্ত অবস্থানে নিয়ে যায়। ৯৮ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এক বছর পর দলে জায়গা পাওয়া নাঈম ইসলাম তার ওপর নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি। ৮৪ রানের ধৈর্যশীল ইনিংস খেলে তিনি দলকে নিয়ে যান সুসংহত অবস্থানে। মুশফিক ও নাঈমের ১৫৪ রানের জুটির সুবাদে বাংলাদেশ ২৬৫ রানের স্কোর গড়তে সমর্থ হয়। টাইগারদের এই রানের মোকাবিলায় কিউইরা খেলতে নামার ২০ ওভার পর বৃষ্টি হানা দেয়। ওই সময় তিন উইকেটে তাদের সংগৃহীত রান ছিল ৮২। বৃষ্টির কারণে পৌনে দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। তারপর খেলা শুরু হলে ডার্কওয়াথ/লুইস পদ্ধতিতে কিউইদের টার্গেট ধরা হয় ৭৮ বলে ১২৪ রান। হাতে সাত উইকেট থাকায় এটি তাদের জন্য কঠিনও ছিল না। কিন্তু রুবেল হ্যাটট্রিকসহ ছয় উইকেট শিকার করে কিউইদের সব আশা-ভরসা ধসিয়ে দেন। টেস্ট ম্যাচে সমানে সমান লড়ে ড্র করার পর ওয়ানডের প্রথম খেলায় টাইগারদের এগিয়ে থাকা ধারাবাহিক সাফল্যেরই নজির। আমরা আশা করব ওয়ানডের বাকি দুটি খেলায় ও টি-টোয়েন্টির ম্যাচেও টাইগাররা প্রত্যাশিত সাফল্য দেখাবে। সফররত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটের প্রথম খেলায় টাইগারদের জয় জাতিকে উজ্জীবিত করবে এবং রাজনীতির হতাশাজনক ঘটনাপ্রবাহ কাটিয়ে উঠতে সাহায্য করবে আমরা এমন আশাই করতে চাই। টাইগারদের এই জয়কে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা অভিনন্দিত করেছেন। বিভেদের পরিমণ্ডলে ক্রিকেটকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতীয় ঐক্য অন্য সব ক্ষেত্রেও ছড়িয়ে দিতে হবে। টাইগারদের আমাদের অভিনন্দন।

সর্বশেষ খবর