মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
ধর্ম

মুমিনের জন্য স্বপ্নের জান্নাত

মুফতি মুহাম্মদ আল আমিন

মহান আল্লাহ প্রিয় বান্দার জন্য প্রস্তুত রেখেছেন স্বপ্নের জান্নাত। জান্নাত দেখতে কেমন তা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে না। পরকালের বেহেশত দূরের কথা, দুনিয়ার সব সৌন্দর্য এ পর্যন্ত সীমাবদ্ধ মানবজাতি অবলোকন করতে পারেনি। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে প্রিয় নবীর কণ্ঠে উচ্চারিত হয়েছে, আল্লাহতায়ালা ইরশাদ করেন, আমি আমার সৎকর্মপরায়ণ বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি, যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানবহৃদয় যা কখনো কল্পনাও করেনি। এর পর তিনি বললেন, (এর সত্যতা প্রমাণে) তোমরা ইচ্ছা করলে এ আয়াতটি তেলাওয়াত করতে পার, অর্থাৎ 'তাদের জন্য চক্ষু শীতলকারী আনন্দদায়ক যেসব সামগ্রী গোপন রাখা হয়েছে, কোনো প্রাণীর তার খবর নেই' (বোখারি ও মুসলিম)। আরেক বর্ণনায় এসেছে, হজরত জাবের (রা.) বলেন, রাসূল (সা.) ইরশাদ করেছেন, জান্নাতবাসী তথায় আহার করবে, পান করবে, কিন্তু তারা থুতু ফেলবে না, মলমূত্র ত্যাগ করবে না এবং তাদের নাক হতে শ্লেষ্মাও ঝরবে না। সাহাবিরা জিজ্ঞাসা করলেন, এমতাবস্থায় তাদের খাদ্যের পরিণতি কি হবে? রাসূল (সা.) বললেন, ঢেঁকুর এবং মেশকের মতো সুগন্ধিযুক্ত ঘামের দ্বারা খাদ্য নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর তসবিহ ও প্রশংসা তাদের অন্তরে এমনভাবে ঢেলে দেওয়া হবে, যেমন শ্বাস-প্রশ্বাস অবিরাম চলছে (মুসলিম শরিফ)। এ প্রসঙ্গে আরও এসেছে, হজরত আবু সাইদ ও আবু হোরায়রা (রা.) বলেন, রাসূল (সা.) ইরশাদ করেছেন, বেহেশতবাসী বেহেশতে প্রবেশ করার পর জনৈক ঘোষক ঘোষণা দেবেন, তোমরা সর্বদা সুস্থ থাকবে, কখনো রোগগ্রস্ত হবে না। তোমরা সর্বদা জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। তোমরা আজীবন যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না এবং তোমরা সর্বদা আরাম-আয়েশে থাকবে, কখনো তোমরা কষ্টে পড়বে না (মুসলিম শরিফ)। প্রিয় নবী আরও বলেন, আল্লাহতায়ালা জান্নাতিদের লক্ষ্য করে বলবেন_ হে জান্নাতিরা! জবাবে তারা বলবে, আমরা হাজির হে আমাদের প্রতিপালক! বারবার আমরা আপনার আনুগত্য স্বীকার করছি। তখন আল্লাহ বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, কেন সন্তুষ্ট হব না, অথচ আপনি আমাদের এমন সব জিনিস দান করেছেন, যা আপনার সৃষ্টিজগতের আর কাউকে দেননি? তখন আল্লাহ বলবেন, আমি কি এর চেয়ে উত্তম জিনিস তোমাদের দান করব না? তারা বলবে, হে আমাদের রব! কোন জিনিস এর চেয়ে উত্তম? তারপর আল্লাহ বলবেন, আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টি সব (সময়ের জন্য) নিবদ্ধ করব। সুতরাং এর পর কখনো তোমাদের ওপর আমি অসন্তুষ্ট হব না (বোখারি ও মুসলিম)।

লেখক : খতিব, বাইতুর রহমত জামে মসজিদ, গাজীপুরা, টঙ্গী।

সর্বশেষ খবর