রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সুচিত্রা সেনের মহাপ্রয়াণ

বাংলা চলচ্চিত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়িকা সুচিত্রা সেন আর নেই। কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই মহানায়িকা। বাংলা সিনেমার স্বর্ণযুগের সেরা রোমান্টিক নায়িকার মৃত্যুতে দুই বাংলায় বিস্তৃত হয়েছে শোকের ছায়া। মৃত্যুর আগে দীর্ঘ তিন দশক তিনি জনসম্মুখ থেকে দূরে ছিলেন। পর্দার অন্তরালে নিভৃত জীবন কাটিয়েছেন এই চিরসবুজ নায়িকা। মৃত্যুও তার এই নিভৃতে থাকার ব্রতকে ভাঙতে পারেনি। এ মহানায়িকার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে গোপনীয়তা রক্ষা করে। যে কারণে পরিবারের সদস্যদের বাইরে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ তার মরদেহ দেখারও সুযোগ পাননি। শুধু বাংলা নয়, উপমহাদেশের চলচ্চিত্র অঙ্গনে সুচিত্রা সেন ছিলেন জীবন্ত কিংবদন্তি। তার জন্ম বাংলাদেশের পাবনা শহরে ১৯৩১ সালের ৬ এপ্রিল। পাবনাতেই কেটেছে শৈশব এবং শিক্ষাজীবন। ১৯৪৭ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকার সে সময়ের এক প্রভাবশালী ও ধনাঢ্য পরিবারের সন্তান দিবানাথ সেনের সঙ্গে। বিয়ের পাঁচ বছর পর ১৯৫২ সালে কলকাতার চলচ্চিত্রাঙ্গনে তার প্রবেশ। তার প্রথম ছবি 'শেষ কোথায়' মুক্তি না পেলেও এটি এই মহানায়িকার জন্য দীর্ঘ হতাশার কারণ হয়ে দাঁড়ায়নি। ১৯৫৩ সালে তার অভিনীত প্রথম সিনেমা 'সাত নম্বর কয়েদি' মুক্তি পায় এবং তার পর থেকে দীর্ঘ আড়াই দশক ধরে তিনি চলচ্চিত্রাঙ্গনে অপ্রতিরোধ্য রাজত্বই করে গেছেন। বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে, কোনো কোনো সিনেমা হলে সারা বছর ধরেই একের পর এক তাদের অভিনীত ছবিই প্রদর্শিত হতো। বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় এই নায়িকা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে প্রথম জাতীয় পুরস্কার লাভ করেন হিন্দি ছবি দেবদাসে পার্বতীর ভূমিকায় অভিনয়ের জন্য। ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে 'সাত পাকে বাঁধা' সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। ১৯৭২ সালে তিনি অর্জন করেন পদ্মশ্রী পুরস্কার। ১৯৭৮ সালে অভিনয় জগৎকে চিরবিদায় জানান তিনি। এমনকি প্রকাশ্য জীবন ছেড়ে চলে যান নিভৃতে। ২০০৫ সালে তাকে চলচ্চিত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হলেও জনসম্মুখে না আসার ব্রতভঙ্গের ভয়ে তা প্রত্যাখ্যান করেন। দেহাবসান হলেও সুচিত্রা সেন বাংলা সিনেমার কিংবদন্তি হয়ে টিকে থাকবেন যুগের পর যুগ। বাংলাদেশে জন্মগ্রহণকারী এই মহানায়িকাকে আমাদের শেষ শ্রদ্ধা।

সর্বশেষ খবর