রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
জানা-অজানা

চারু ও কারুশিল্প

প্রাচীন পুঁথির চিত্রকর্ম বৌদ্ধতান্ত্রিক চিন্তাধারার ৫০০০ বছরের ইতিহাসের অংশ হচ্ছে লিখন ও রেখাচিত্র শিল্প। এ ধরনের শিল্পকর্মে তারা মূলবস্তু হিসেবে তালপাতা, বাঁশের বাকল, প্যাপিরাস (প্রক্রিয়াজাত ও শুষ্ক পাতা বা মণ্ড) এবং কাপড় ব্যবহার করে। বাংলার লোকজ শিল্পীরা প্রাচীন পুঁথি বা লম্বা কাপড়ের ওপর লোককাহিনীর চিত্রকর্ম অঙ্কন করত। ১৩ শতক থেকে ১৫ শতকের মধ্যে বাংলার লোকজ সংস্কৃতির সন্ধান পাওয়া যায়। গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে তারা লোককাহিনী সংগ্রহ করত। এসব কাহিনী ইন্দো-গঙ্গার ঐতিহ্যবাহী রাসলীলা বা কৃষ্ণলীলা, রামলীলা ও ব্রাহ্মণদের দেবতার ধারণা থেকে সংগৃহীত। এসব কাহিনীর উৎসব হচ্ছে রামায়ণ ও মহাভারতের মতো হিন্দুদের ধর্মীয় গ্রন্থ। শত শত বছর ধরে এসব কাহিনী রূপান্তরিত হয়ে লোক কাহিনীতে পরিণত হয়েছে ইসলাম ধর্মও কারবালা, বিবি ফাতেমা, হজরত হাসান হোসেন এবং আকর্ষণীয় লোকজ বীরদের কাহিনী প্রচার করেছে। বিখ্যাত গাজি পাঠের বিভিন্ন কাহিনীতে সুন্দরবন-জঙ্গলের বাঘের আক্রমণ থেকে রক্ষাকারী গাজিপীর ও সত্যপীর এবং বিপদ থেকে রক্ষার জন্য বনবিবির গল্প স্থান পেয়েছে।

সর্বশেষ খবর