বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা
জাতিসত্তা

বেদুইন

গোত্রপ্রীতি বেদুইনদের একটি উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য। গোত্রের কোনো লোক কোনো অন্যায় কাজ করলেও গোত্রের সবাই তাকে সমর্থন ও সাহায্য করে এবং সবাই তার অপরাধের অংশীদার হয়। এ সম্বন্ধে জনৈক আরব কবি বলেছেন, 'আমাদের কোনো ভাই যখন আমাদের কাছে সাহায্য প্রার্থনা করে, আমরা তখন তার কাছে কোনো কারণ জানতে চাই না এবং (তার অপরাধের জন্য) কোনো কৈফিয়ত তলব করি না।' স্বগোত্রের মধ্যে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হলে হত্যাকারীকে কেউ সাহায্য করে না; কিন্তু অন্য গোত্রের ব্যাপারে রক্তের বদলে রক্ত না নিতে পারলে তারা শান্ত হয় না। কোনো গোত্র তার সদস্যদের জানমালের নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হলে সে গোত্রের প্রতি বেদুইনদের আর কোনো আনুগত্য থাকে না। 'গোত্রের প্রতি আনুগত্যশীল থাক'_ এ আহ্বান জানিয়ে জনৈক চারণ কবি বলেন, 'গোত্রের প্রতাপ বড় সাংঘাতিক, গোত্র যদি চায় তবে স্বামীকে স্ত্রী তালাক দিতে হয়।' বেদুইনদের স্বদেশানুরাগও এ গোত্র-মানসিকতার মধ্যেই সীমাবদ্ধ। গোত্র ব্যবস্থার দরুন প্রাক্-ইসলামী আরবে ঝগড়া-বিবাদ ও রক্তপাতের অন্ত ছিল না। তাদের আন্তঃগোত্রীয় সংঘর্ষ বছরের পর বছর ধরে চলত। এ গোত্র-মানসিকতা ও রক্ত সম্পর্ককে ভিত্তি করে বেদুইনদের মধ্যে যে কওমি বা গোষ্ঠী-চেতনা (আসাবিয়াহ্) জেগেছিল, তা পরবর্তীকালে আরব জাতি গঠনে এবং ইসলামের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সর্বশেষ খবর