সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
বিচিত্রিতা

আইয়ুব সমাচার

জেনারেল আইয়ুবের আমলে পাকিস্তানকে সাংবিধানিকভাবে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। অথচ তথাকথিত এই ইসলামী প্রজাতন্ত্রের যিনি রাষ্ট্রপ্রধান তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন একজন মদ্যপ। অনেকে তাকে লুচ্চাদের রাজা হিসেবেও অভিহিত করেছেন। ব্রিটিশ পতিতা কুখ্যাত ক্রিশ্চিয়ানা কিলারের সঙ্গে ছিল এই জেনারেলের গভীর সম্পর্ক। ব্রিটেন সফরকালে তিনি ব্রিটিশমন্ত্রী প্রোফিউমোর প্রমোদ ভবনে এই পতিতার সঙ্গে সুইমিংপুলে জলকেলিতে মত্ত হন। ক্রিশ্চিয়ানা কিলারের ভাষায়, 'আইয়ুব খান ছিলেন একজন সত্যিকারের পুরুষ। বয়সের তুলনায় যিনি অবিশ্বাস্য রকম ক্ষমতাবান।' তার মতে, 'অবাক হওয়ার তো কিছু নেই, ক্রীড়া পরায়ণতায় গরম হয়ে ওঠে আইয়ুব খান আমার পা ধরে টান দিলে দুজনে চলে গেলাম পানির গভীরে।'

সর্বশেষ খবর