শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
ভেষজ

জীবাণুনাশক ভেষজ

কালিজিরা : কালিজিরার নির্যাস ও তেল ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া সিউডোমোনাস, ই. কোলাই, স্ট্যাফাইলোকক্কাসের বিরুদ্ধে কাজ করে। উল্লেখ্য, লিনোলেয়িক, অলেয়িক, স্টিয়ারিক, পামিটিক ও লিনোলেনিক এসিড কালিজিরার তেলের মূল উপাদান।

কালোমেঘ : কালোমেঘে বিদ্যমান অ্যান্ড্রোগ্রাফোলাইড ব্যাকটেরিয়া ধ্বংস করে ও এর বৃদ্ধি প্রতিহত করতে বিশেষ কার্যকর। এই গাছের নির্যাস স্ট্যাফাইলোকক্কাস, প্রোটিয়াস ভালগেরি, শিগেলা ডিসেন্ট্রি ও ই. কোলাই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইকাইনেসিয়া : ইকাইনেসিয়া খুবই ভালো একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, বিশেষ করে গ্ল্যান্ডের ইনফেকশন এবং সমস্যার জন্য।

সাধারণত এটি কানব্যথা, গলাব্যথা এবং লিস্ফ গ্ল্যান্ডের সমস্যায় বেশি ব্যবহৃত হয়।

মেহগনি : মেহগনি বীজে বিদ্যমান সুইটেনোলাইড নামক উপাদান গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ দুই প্রকার ব্যাকটেরিয়াই ধ্বংস করতে পারে।

-ডা. আলমগীর মতি।

সর্বশেষ খবর