বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ভেষজ

বেরি : কিছু কিছু বেরি গাছ এন্টিবায়োটিক হিসেবে কাজ করে। বিশেষ করে মহিলাদের মূত্রনালির ইনফেকশন প্রতিরোধ করার জন্য দীর্ঘদিন ধরে ক্রেইন বেরি ব্যবহৃত হয়ে আসছে। উল্লেখ্য, ১৯৯০ সালে তেলআবিবের বিজ্ঞানীরা আবিষ্কার করেন, ক্রেইন বেরি এবং ব্লুবেরি উভয় জুসেই মনোস্যাকারাইড ফ্রক্টোজ বিদ্যমান থাকে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দান করে থাকে। অস্ট্রেলিয়াতে লোকজ ব্যবহার হিসেবে ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসায় রাম্পবেরী ব্যবহার করা হয়ে থাকে। তা ছাড়া চার্লস স্টুয়ার্ড ইউনিভার্সিটির বায়োমেডিকেল সায়েন্সের (অস্ট্রেলিয়া) গবেষকরা অনুসন্ধান করে দেখেন, রাম্পবেরীর নির্যাস সালমোনেলা, সিগেলা এবং ই-কোলাইসহ কতিপয় ব্যাকটেরিয়ার বৃদ্ধি বিশেষভাবে কমাতে পারে।

অরিগানো : অরিগানোকে বন্য মারজোরামও বলা হয়ে থাকে। এতে বিদ্যমান ১.৮ সিনিওল, থাইমল, বোরানিওল, কারবাক্রল, ইউজেনল এবং জিরানিওল এন্টিব্যাকটেরিয়াল অয়েল হিসেবে কাজ করে এবং এতে বিদ্যমান সিস-অসিমিন একটি কেমিক্যাল যা এন্টি স্ট্যাফাইলোকক্কাস হিসেবে কাজ করে। ২০০৬ সালের পাকিস্তান জার্নাল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সের রিপোর্ট অনুযায়ী, অরিগানোর এসেনসিয়াল অয়েল এবং চা করে অয়েলের মিশ্রণ প্রায় ২৩ ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে।

-ডা. আলমগীর মতি।

সর্বশেষ খবর