বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বিশ্বকাপ স্কোয়াড

দেশসেরা ফাস্ট বোলার মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ আসরে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে। ১৫ সদস্যবিশিষ্ট টাইগার বাহিনীর ৯ জন এবারই প্রথম বিশ্বকাপে খেলছেন। বাকি ৬ জনের জন্য বিশ্বকাপে লড়াই নতুন কিছু নয়। মাশরাফির এ বছর বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক হওয়া সৌভাগ্যের বৈকি! ২০১১ এর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। অথচ বিশ্বকাপের সেই স্মরণীয় আসরে মাশরাফি নেতৃত্ব দূরের কথা দলে স্থান করে নিতে পারেননি ইনজুরির কারণে। ফলে এবারের বিশ্বকাপে নতুন কিছু করে দেখানো মাশরাফির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০০৭ এর বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বেই দৃষ্টিকাড়া সাফল্য দেখিয়েছিল টাইগাররা। সম্ভাব্য চ্যাম্পিয়ন ভাবা হতো যে দলগুলোকে তারই একটি ভারতকে তারা হারিয়ে দিয়েছিল দাপটের সঙ্গে খেলে। ভারতের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় টাইগারদের কাছে হেরে যাওয়ার কারণে। আশা করা হচ্ছে, মাশরাফি স্কোয়াড এবারও তেমন সাফল্যের জন্য মুখিয়ে থাকবে। প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ গ্রুপের টেস্ট বহিভর্ূত আফগানিস্তান, স্কটল্যান্ড এবং এর বাইরে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যে কোনো একটি দলকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ডে ওঠার টিকিট পাওয়া সম্ভব। মাশরাফির নেতৃত্বে এবারকার স্কোয়াডকে বাংলাদেশের পাঁচ বিশ্বকাপের সেরা দল হিসেবে ভাবা হচ্ছে। দলে ঠাঁই পেয়েছেন মাশরাফি, সাকিব, তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেলের মতো অভিজ্ঞ ক্রিকেটার। পাশাপাশি রয়েছেন সৌম্য, সাবি্বর, তাসকিনদের মতো একেবারে তরুণরা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাঠ ব্যাটসম্যানদের স্বাগত জানায় বাউন্সের ভয় দেখিয়ে। এ ক্ষেত্রে মাশরাফি, রুবেল, আল আমিন ও সানিকে দলে রাখার যৌক্তিকতা সহজে অনুমেয়। বিশ্বকাপ স্কোয়াড গঠনে ক্রিকেটারদের ফিটনেস এবং পারফরমেন্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি একটি ভালো দিক। স্কোয়াডের কোনো ক্রিকেটারের বিষয়ে বোদ্ধাজনদের মধ্যে কিছু মতভিন্নতা থাকলেও সবারই আশা দলটি যদি নিজেদের মতো খেলতে পারে তবে দেশের জন্য তারা সুনাম বয়ে আনতে সক্ষম হবে। আমরা চাই বাংলাদেশ দল বিশ্বকাপে তাদের সেরা খেলাটাই উপহার দেবে। দেশের ১৬ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে দেশের মুখ উজ্জ্বল করাকে তারা ব্রত হিসেবে নেবে। মাশরাফি স্কোয়াডকে আমাদের শুভ কামনা।

সর্বশেষ খবর