বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
বিচিত্রিতা

গন্ধগোকুল

আমাদের দেশের পরিচিত মাংশাশী স্তন্যপায়ী প্রাণীদের অন্যতম গন্ধগোকুল। নিঃসঙ্গ ও নিশাচর এ প্রাণীগুলো দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বনাঞ্চলের বাসিন্দা। বিড়ালের তুলনায় এদের চোয়ালে দীর্ঘতর দাঁত সংখ্যা অধিক। শরীরের রং হালকা-ধূসর, তাতে নানা ধরনের ফোঁটা ও কালো কালো দাগ, পিঠ বরাবর কালো লম্বা লোমের একটি খাড়া শিরা। লেজের নিচে একটি বড় থলের মধ্যে কয়েকটি যৌনগ্রন্থি উন্মুক্ত থাকায় তাতে কস্তুরিবৎ তৈলাক্ত সুগন্ধি সঞ্চিত থাকে। এটি তারা নিজেদের এলাকার সীমানা চিহ্নিতকরণে ব্যবহার করে এবং গাছের গুঁড়ি, পাথর ও অন্যান্য বস্তুর উপর ছড়িয়ে রাখে। প্রজননকালে স্ত্রী ও পুরুষ বিড়ালের মিলন ঘটানোর ক্ষেত্রেও এর বিশেষ ভূমিকা রয়েছে। খাঁচাবন্দী আফ্রিকীয় গন্ধগোকুলের গ্রন্থিরস 'সিভেট' সুগন্ধি প্রস্তুতে ব্যবহৃত হয়। বাংলাদেশে গন্ধগোকুলের ছয় প্রজাতির মধ্যে তিনটি বিপন্ন।

সর্বশেষ খবর