সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

রাজা দাহিরের প্রতিরোধ

রাজা দাহির মুসলমানদের অগ্রগতিকে বাধা দেওয়ার জন্য তার সৈন্যবাহিনী নিয়ে রাওয়ারে গিয়ে পথরোধ করে দাঁড়ালেন। এদিকে মুহম্মদ বিন কাসিম সিন্ধুনদ পার হওয়ার জন্য নৌকার দ্বারা সেতু তৈরি করার আদেশ দিলেন। সেতু নির্মিত হওয়ার পর মুসলমানগণ নদী পার হয়ে (৭১২ খ্রিস্টাব্দের জুন মাসে) রাজা দাহিরের সৈন্যদের মোকাবিলা করল। হিন্দুরা বীরবিক্রমে যুদ্ধ করেও শোচনীয় পরাজয়বরণ করল। যুদ্ধ চলাকালে রাজা দাহির তীরবিদ্ধ হয়ে নিহত হলেন (২০ জুন, ৭১২ খ্রি.)। রাজার মৃত্যুতে হিন্দু সৈন্যদের মনোবল ভেঙে পড়ল। তারা যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করল। দাহিরের মৃত্যুর পর তার পত্নী রানীবাঈ ও পুত্র জয়সিংহ রাওয়ার দুর্গে আশ্রয় গ্রহণ করেন।

সর্বশেষ খবর