বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

খলজির দাক্ষিণাত্য নীতি

আলাউদ্দীন খলজির দাক্ষিণাত্য বিজয়ের নীতি রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে প্রভাবিত ছিল। প্রকৃতপক্ষে দাক্ষিণাত্য ছিল অনেকগুলো রাজ্যে বিভক্ত। দাক্ষিণাত্যের শাকসগণের মধ্যে কোনো ঐক্য ছিল না; তারা পরস্পরের প্রতি ঈর্ষাপরায়ণ ছিলেন। এহেন রাজনৈতিক পরিস্থিতি সুলতানকে দক্ষিণাভিমুখে সেনাবাহিনী পরিচালনা করতে উৎসাহিত করেছিল। দাক্ষিণাত্যে বিজয়াভিযান তার রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি করেছিল। অধিকন্তু, দাক্ষিণাত্য ছিল সমৃদ্ধশালী অঞ্চল। অর্থ-সম্পদ সংগ্রহ করা ছিল তার দাক্ষিণাত্য অভিযানের প্রধান উদ্দেশ্য। এমনকি, সিংহাসনে আরোহণের আগেই তিনি দেবগিরি আক্রমণ করে বিপুল অর্থসম্পদ লাভ করেছিলেন। সুতরাং সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সেনাপতি মালিক কাফুরকে দাক্ষিণাত্যের রাজ্যসমূহ আক্রমণ করতে প্রেরণ করেন এবং সেখানকার রাজন্যবর্গের বশ্যতা স্বীকারে শর্তস্বরূপ মণিমুক্তা ও অর্থসম্পদ গ্রহণের উপদেশ দেন। এভাবে দাক্ষিণাত্য বিজয়ে সুলতানের অর্থলাভের উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হয়েছিল।

সর্বশেষ খবর