বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা
ভেষজ

পেঁপে

পেঁপে

পেঁপে হৃদরোগের ঝুঁকি কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। বিষয়টি নিয়ে গবেষণার পর একই করাচি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এবং এগ্রিবিজনেস বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরাও তা নিশ্চিত করেছেন। তারা বলেন, অকার্যকর কিডনিকে সচল করতে পেঁপের বিচির রস একটি অপরিহার্য উপাদান। পেঁপের বিচিতে ফ্লাভোনোইডস ও ফিনোটিক নামক যে উপাদান রয়েছে তা কিডনি রোগের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই পেঁপের বিচি দেহকে যে কোনো ধরনের জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে ও পাকস্থলীকে সংক্রমণমুক্ত রাখে। বিষয়টি নিয়ে তারা নাইজেরিয়ার কিছু শিশুর ওপর পরীক্ষা চালান। এই সময় দেখা যায়, নাইজেরিয়ার প্রায় ৭৬.৭ শতাংশ শিশু সাত দিন একনাগাড়ে পেঁপের বিচির রস খেয়ে পাকস্থলীর সংক্রমণ রোগ থেকে মুক্তি পায়। তারা বলেন, জাপানের জনগণ বিশ্বাস করেন, প্রতিদিন এক চা-চামচ পেঁপের বিচির রস খেলে যকৃতের রোগ থেকে রক্ষা পাওয়া যায় ও কাঁচা পেঁপে কাটার পর যে সাদা রস বের হয়, শরীরের ক্ষতস্থানে তা লাগালে প্রাকৃতিকভাবে তা সেরে যায়।

-ডা. আলমগীর মতি

 

 

সর্বশেষ খবর