শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

তিন মেয়রের শপথ

দেশের তিন বৃহত্তম স্থানীয় সরকার ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন নবনির্বাচিত মেয়র গত বুধবার শপথ নিয়েছেন। সিটি করপোরেশন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকলেও এই শপথের মাধ্যমে দেশের তিন মহানগরীকে সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব যে তাদের ওপর অর্পিত হয়েছে তা এক বাস্তবতা। ঢাকায় নির্বাচিত সিটি করপোরেশন ছিল না দীর্ঘ ৮ বছর ধরে। সিটি করপোরেশন পরিচালনায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না হওয়ায় ঢাকা এখন কার্যত অচল নগরীতে পরিণত হয়েছে। চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও অনির্বাচিত সিটি করপোরেশনের অভিশাপ না থাকলেও জলাবদ্ধতা সমস্যার সমাধানে সাবেক মেয়রের সাধ ও সাধ্যের মধ্যে যে বৈপরীত্য ছিল তার উত্তরণে নবনির্বাচিত মেয়রকে উদ্যোগ নিতে হবে। আর ঢাকার দুই মেয়রের দায়িত্ব হবে অচল রাজধানীকে সচল করা। বিশ্বের অন্যতম বসবাস অযোগ্য নগরীর পরিচিতি ছিন্ন করে এই মহানগরীকে বাসযোগ্য করে তোলা। নবনির্বাচিত তিন মেয়র নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা সিটি করপোরেশনকে দলীয়করণের ঊর্ধ্বে রাখবেন। রাজধানীর সেবা খাতগুলোর সমন্বয় করে সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করবেন। মহানগরীর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে তার সমাধান করবেন। নির্দলীয় ভিত্তিতে সিটি নির্বাচন হলেও নির্বাচিত তিন মেয়রের প্রতি যেহেতু ক্ষমতাসীন দলের সমর্থন রয়েছে সেহেতু আশা করা যায় সদিচ্ছা থাকলে তারা রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নির্বাচিত মেয়ররা নির্বাচনী ইশতেহারে নগরবাসীকে যেসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়নে যথা দ্রুত উদ্যোগ নেবেন। নগরবাসীর মানসপটে ঠাঁই নেওয়ার জন্য তারা প্রতিটি উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করবেন এমনটিই দেখতে চায় নগরবাসী। সিটি করপোরেশন আর দুর্নীতি সমার্থক হয়ে ওঠার বিড়ম্বনা থেকে তিন স্থানীয় সরকারকে মুক্ত করার ক্ষেত্রেও তারা উদ্যোগী হবেন এমনটিও প্রত্যাশিত।

 

সর্বশেষ খবর