শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

দ্বারসমুদ্র অভিযান

আলাউদ্দিন খলজি তার প্রধান সেনাপতি মালিক কাফুরের নেতৃত্বে দ্বারসমুদ্রের বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করলেন। মালিক কাফুর আকস্মিকভাবে দ্বারসমুদ্রের হোয়সলাজ তৃতীয় বীরবল্লালকে পরাস্ত করে আত্দসমর্পণ করতে বাধ্য করেন। অতঃপর তিনি মেবারের দিকে অগ্রসর হলেন। সুন্দ্র পাণ্ড্য এবং বীর পাণ্ড্য- এ দুই ভাইয়ের মধ্যে এক ভ্রাতৃসংঘর্ষের ফলে পাণ্ড্যদের রাজা দুর্বল হয়ে পড়েছিল। পিতার মৃত্যুর পর বীর পাণ্ড্য সিংহাসন অধিকার করে রাজকার্য পরিচালনা করছিলেন। মুসলমানদের আগমনের খবর শুনে তিনি রাজধানী থেকে পালিয়ে গেলেন। বিনাবাধায় মালিক কাফুর রাজধানী মাদুরা অধিকার করলেন। ১৩১১ খ্রিস্টাব্দের অক্টোবরে তিনি প্রচুর ধনরত্নসহ দিলি্ল প্রত্যাবর্তন করেন।

১৩১২ খ্রিস্টাব্দে মালিক কাফুর শঙ্করদেবের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান পরিচালনা করেন। শঙ্করদেব সুলতানের কর্তৃত্ব অস্বীকার করে পিতৃপ্রতিশ্রুতি কর প্রদান বন্ধ করেছিলেন। এতে সমগ্র মহারাষ্ট্র বিধ্বস্ত হলো এবং যাদবরাজ পরাজিত ও নিহত হলেন। এভাবে সমগ্র দক্ষিণ ভারত কাফুরের পদানত হলো। দক্ষিণ ভারত দখল করার পর আলাউদ্দিন খলজির সাম্রাজ্য আরও শক্তিশালী হয়।

সর্বশেষ খবর