শিরোনাম
রবিবার, ২৪ মে, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

রাজতন্ত্র সম্বন্ধে আলাউদ্দীনের ধারণা

সুলতান আলাউদ্দীন খলজি রাষ্ট্রীয় ব্যাপারে আলেমদের হস্তক্ষেপ পছন্দ করতেন না। এ ব্যাপারে তিনি তার পূর্ববর্তী শাসকদের ঐতিহ্য রক্ষা করতে পারেননি। সুলতানের ইচ্ছানুযায়ী আইন প্রণীত হতো এবং এতে পয়গম্বরের আইনের কোনো ভূমিকা নেই- এটিই ছিল নতুন সুলতানের নিজস্ব ধারণা। কাজী মুঘিসউদ্দীনের সঙ্গে আলাপের সময় সুলতানের রাষ্ট্রীয় মতবাদ পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তিনি শাস্তি প্রদানে রাজকীয় অধিকারের বিষয়টিকে অগ্রাধিকার দেন এবং অসৎ ও দুর্নীতিপরায়ণ কর্মচারীদের অঙ্গহানির বিধানকে ন্যায়ানুগ করেন। কিন্তু কাজী এটাকে আইনবিরোধী বলে ঘোষণা করেন। তখন সুলতান কাজীকে বলেন, 'একজন মালিক থাকাকালে দেবগিরিতে বিরাট রক্তক্ষয়ের মাধ্যমে আমি যে সম্পদ লাভ করেছি তার মালিক কী আমি না সরকারি কোষাগার?' কাজী জবাব দেন, 'আমি অবশ্যই জাঁহাপনার কাছে সত্য কথা বলব। দেবগিরিতে যে সম্পদ লাভ করেছেন তা মুসলিম বাহিনীর পরাক্রমে সম্ভব হয়েছে এবং যে পরিমাণ সম্পদ পাওয়া গেছে তা সবই সরকারি কোষাগারের প্রাপ্য। আপনি যদি এটি আইনসম্মত কোনো উপায়ে লাভ করে থাকেন তাহলে আপনি এর মালিক।' সুলতান রাগে-রোষে প্রজ্বলিত হয়ে কাজীকে জিজ্ঞাসা করেন, 'রাষ্ট্রের কী পরিমাণ সম্পদ থাকা দরকার?' কাজী বিনীতভাবে জবাব দেন, 'জাঁহাপনা, আমার কাছে আপনি আইনের প্রশ্নটি তুলে ধরেছেন, আইনগ্রন্থে আমি যা পড়েছি তা যদি না বলি এবং আমার প্রদত্ত অভিমত যাচাই করার জন্য আপনি যদি অন্য কোনো বিদ্বান ব্যক্তিকে এ প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং তার জবাব যদি আমার জবাবের বিপক্ষে যায় এবং আপনি যদি মনে করেন যে, আপনার মনোরঞ্জনের জন্য আমি ভ্রান্ত ব্যাখ্যা দিয়েছি তাহলে আমার ওপর কী বিশ্বাস জন্মাবে এবং পরবর্তী পর্যায়ে কী কখনো আমার সঙ্গে আইনের ব্যাপারে পরামর্শ করবেন?

সর্বশেষ খবর