বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা
স্থাপত্য

তালিপাম

তালিপাম

বৈজ্ঞানিক নাম Corypha taliera, গোত্র Arecaceae। তালিপাম একটি মনোকার্পিক গুপ্তবীজী উদ্ভিদ। এই উদ্ভিদ জীবনে একবার মাত্র ফুল ও ফল দিয়ে মরে যায়। এর কাণ্ড ১০ মিটার উঁচু, ব্যাস প্রায় ৭০ সেমি পর্যন্ত। পাতা লম্বাবৃন্তযুক্ত। পাতা প্রায় গোল, পুষ্পমঞ্জুরি ৬ মিটার বা তার চেয়েও বড়, দেখতে পিরামিডের মতো। এদের ফুল সপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড়। ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের কাছে অবস্থিত তালিপাম গাছটি ১৯৭৯ সালে কেটে ফেলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত একটি তালিপাম গাছকে পৃথিবীর সর্বশেষ বন্য তালিপাম সদস্য বলে অভিহিত করেন উদ্ভিদবিজ্ঞানীরা। এবং এ প্রজাতিকে ২০০১ সালে অতিবিপন্ন হিসেবে ঘোষণা করা হয়। ষাট বছরাধিক বয়সে উদ্ভিদটিতে ২০১০ সালের নভেম্বর মাসে ফুল ধরে এবং ২০১২ সালে মারা যায়। এর বীজ থেকে ৫০০টি চারা উৎপাদন করে বনবিভাগের মাধ্যমে বিভিন্ন এলাকায় রোপণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যান ও মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে রোপণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনেও একটি চারা রোপণ করা হয়েছে। এভাবে Ex situ প্রক্রিয়ায় তালিপামের বংশধারা অব্যাহত রাখায় (IUCN ২০১৩ সালে তালিপামকে বন্য পরিবেশে বিলুপ্ত) Extinct in the wild ঘোষণা করেছে। বন্য অবস্থায় এ প্রজাতিটি পৃথিবীর অন্য কোথাও আছে কিনা জানা যায়নি।

 

 

সর্বশেষ খবর