সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ধর্ম

ইসলামের জন্য নারীদের ত্যাগ অসামান্য

মাওলানা সেলিম হোসাইন আজাদী

ইসলামের জন্য নারীদের রয়েছে অনেক ত্যাগ। ইসলামের শুরুর যুগে মক্কায় যেসব সৌভাগ্যবান ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, তাঁদের মধ্যে আম্মার ইবনে ইয়াসির (রা.)-এর পরিবার অন্যতম। তাঁর মা আবু হুযায়ফা ইবনে মুগিরার দাসী ছিলেন। ইসলাম থেকে বিমুখ করার উদ্দেশ্যে আম্মারের মায়ের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এমনকি ইসলাম গ্রহণের অপরাধে আবু জাহেল বর্শার প্রচণ্ড আক্রমণে তাঁকে শহীদ করে ফেলে। প্রাণ বিসর্জন দিলেও তিনি ইসলাম ত্যাগ করেননি। এটাই ইসলামের ইতিহাসে প্রথম শাহাদাত, যা নবীজী (সা.)-এর ডাকে সাড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে নসিব হলো। উম্মে আম্মারা (রা.) উহুদের যুদ্ধে দৃঢ়তা ও সাহসিকতার যে পরিচয় দিয়েছেন, ইতিহাসে তা চিরকাল ভাস্বর হয়ে থাকবে। যুদ্ধের একপর্যায়ে কাফেররা নবীজী (সা.)-কে অস্ত্রশস্ত্রসহ ঘেরাও করে ফেললে উম্মে আম্মারা তরবারি হাতে সিংহের মতো শত্রুর বূ্যহ ভেদ করে সামনে এগিয়ে যান। শত্রুর তরবারি থেকে নবীজী (সা.)-কে রক্ষার জন্য বীরদর্পে অস্ত্র চালনা করেন। রণক্ষেত্রে তাঁর বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিতে গিয়ে স্বয়ং নবীজী (সা.) বলেন, ডানে-বাঁয়ে যেদিকে তাকিয়েছি, উম্মে আম্মারাকে আমি আমার চারপাশে যুদ্ধ করতে দেখেছি। একজন মহিলা সাহাবি বলেন, আমরা নবীজী (সা.)-এর সঙ্গে যুদ্ধে যেতাম, মুজাহিদদের পানি পান করাতাম, তাদের সেবা করতাম, যুদ্ধে নিহত ও আহত ব্যক্তিদের আমরা মদিনায় পৌঁছাতাম। আমরা আহতদের ক্ষতস্থান ব্যান্ডেজ করে দিতাম এবং অসুস্থদের চিকিৎসা ও সেবা করতাম। সমাজ প্রতিষ্ঠায় নারীদের বিশেষ অবদান রয়েছে। নবীজী (সা.)-এর যুগে তাঁর দীন প্রচার ও প্রসারে, মুশরিকদের বিরোধিতা, জুলুম-নিপীড়ন সহ্য করা এবং স্বীয় আদর্শ-অস্তিত্বের প্রয়োজনে মুসলমানদের আত্মরক্ষামূলক যুদ্ধবিগ্রহ ইত্যাদিসহ সব ধরনের সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডের কোনোটিতেই নারীরা অনুপস্থিত ছিলেন না বা তাঁরা নতুন আদর্শে দীক্ষিত হওয়া বা ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে পিছিয়ে পড়েননি। বরং সর্বত্রই তাঁদের একটি ইতিবাচক ভূমিকা পরিলক্ষিত হয়। যেমন খাদিজা (রা.) প্রথম ইমান গ্রহণকারীদের মধ্যে অন্যতম। ইমান ও ইসলামের সংরক্ষণে নারীরা অত্যাচার-নিপীড়ন সহ্য করেছিলেন, এমনকি প্রয়োজনে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। মোটকথা, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রতিটি পর্যায়ে, কল্যাণমুখী দেশ ও পৃথিবী গড়ে তোলার ধাপে ধাপে যেখানে যতটুকু প্রয়োজন, ইসলাম নারী সমাজকে সেই সম্মান, মর্যাদা, দায়িত্ব এবং অধিকার সবই দিয়েছে।

লেখক : বিশিষ্ট মুফাচ্ছিরে কোরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

www.selimazadi.com

 

সর্বশেষ খবর