সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

মূল্যনিয়ন্ত্রণ প্রথা

আলাউদ্দীন খলজী একজন শাসকের দৃষ্টিভঙ্গি নিয়ে তৎকালীন অবস্থার প্রেক্ষিতে মূল্যনিয়ন্ত্রণ প্রথা প্রবর্তন করেছিলেন। এটি জনগণের কল্যাণ সাধন করেছিল। জনসাধারণ অভাবের সময়েও উচ্চমূল্যের চাপ অনুভব করেনি। কিন্তু কোনো কোনো আধুনিক ঐতিহাসিক এ ব্যবস্থার সমালোচনা করেছেন। তাদের মতে, আলাউদ্দীনের মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল অবাস্তব এবং এর দ্বারা সেনাবাহিনী, বেতনভোগী কর্মচারী, ব্যবসায়ী ও ক্রেতারা উপকৃত হলেও কৃষকরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা আরও বলেন, স্বল্পবেতনে একটি বৃহৎ সেনাবাহিনী পোষণের উদ্দেশ্যে সুলতান আলাউদ্দীন মূল্যনিয়ন্ত্রণ প্রথা প্রবর্তন করেছিলেন এবং এটি দিল্লি ও দিল্লির আশপাশেই সীমাবদ্ধ ছিল। এ কথা সত্য, স্বল্প বেতনে একটি বিরাট সেনাবাহিনীকে প্রতিপালনের জন্য সুলতান এ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। বাস্তব অভিজ্ঞতার আলোকে তিনি বুঝতে পেরেছিলেন যে, অধিক অর্থ জনগণকে বিদ্রোহে ও অরাকজতার উসকানি দেয়। তাই তিনি জনগণের কাছে বেশি অর্থ থাকুক তা যেমন পছন্দ করতেন না, তেমনি কর্মচারীদের বেতন বৃদ্ধিরও পক্ষপাতী ছিলেন না।

 

সর্বশেষ খবর