রবিবার, ২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
শিল্পকলা

ঘটচিত্র

মাটির তৈরি কলসজাতীয় পাত্র ঘট নামে পরিচিত। মঙ্গলঘট, মনসাঘট, নাগঘট, লক্ষ্মীর ঘট, কার্তিকের ভাঁড়, দক্ষিণরায়ের বারা ইত্যাদি বিচিত্র ধরনের ঘট রয়েছে। এ ঘটগুলো হিন্দুদের বিভিন্ন দেবদেবীর পূজা উপলক্ষে নির্মিত হয়। মঙ্গলঘটে পিটালি ও তেল-সিন্দুর দিয়ে আলপনা দেওয়া হয়। প্রতিমারূপী মনসার মূর্তিযুক্ত ঘট ও সর্পরূপী মনসার ঘট আছে। দ্বিতীয়টিকে নাগঘটও বলে। ঘটটিকে প্রথমে প্রতিমা অথবা ফণা অঙ্কনের উপযোগী করে রূপ দেওয়া হয়; এ জন্য গলাটা উঁচু করা হয়। এরপর ঘটের গায়ে রং দিয়ে দেবীমূর্তি অথবা তার প্রতীক সর্পফণা অঙ্কন করা হয়। বাংলা একাডেমির লোকশিল্প সংগ্রহে সর্পের ফণাযুক্ত একটি মনসাঘট আছে। আটটি নাগের ফণাযুক্ত ঘটকে 'অষ্টনাগ ঘট' বলে।

সর্বশেষ খবর