শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ডিএসসিসির সড়ক কনক্রিটকরণ

একটি প্রশংসনীয় উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিদ্যমান ১২০ কিলোমিটার সড়ক কনক্রিটে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বাবুবাজার, রায়সাহেব বাজার, নিউমার্কেটসহ পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে বিটুমিনের পরিবর্তে কনক্রিটের সড়ক নির্মাণ করা হবে। এর উদ্দেশ্য হলো, সড়কগুলো টেকসই ও দীর্ঘমেয়াদি করা। এ ছাড়া রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে থেকে গণভবন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগারগাঁও পর্যন্ত বিদ্যমান সড়কও কনক্রিটে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীতে একটু বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে অহরহ। এ বর্ষায় রাজধানীর অনেক সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বেশির ভাগ সড়কের বিটুমিন উঠে গেছে। আর টেকসই সড়কের জন্য কনক্রিটের বিকল্প নেই। পত্রিকার খবরে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক, কালভার্ট নির্মাণসহ ওই এলাকার জলাবদ্ধতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য মঙ্গলবার একনেক সভায় ২৫০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় মোট ১৬৯ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে ডিএসসিসির। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ১৬৯ কিলোমিটারের মধ্যে ৭০ শতাংশ বা ১২০ কিলোমিটার সড়ক হবে কনক্রিটের। বাকিটা হবে বিটুমিনের। সরকারের আশাবাদ আগামী দিনগুলোতে ঢাকাসহ পর্যায়ক্রমে দেশের অন্য সড়কগুলো কনক্রিটে নির্মাণ করা হবে। এতে একদিকে যেমন অর্থের সাশ্রয় হবে, অন্যদিকে সড়ক টেকসই ও দীর্ঘমেয়াদি হবে। সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ এবং দ্রুত বাস্তবায়ন হোক এই প্রত্যাশা।

সর্বশেষ খবর