শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বখাটেপনার বলি স্কুলছাত্রী

ওদের দৌরাত্ন্যথামাতেই হবে

গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর বোর্ডঘরের বিজয় সরণি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে এক বখাটে কলেজছাত্রের ছুরিকাঘাতে কবিতা রানী দাস নামের এক স্কুলছাত্রী খুন হয়েছে। দশম শ্রেণিপড়–য়া ওই ছাত্রী টেস্ট পরীক্ষায় অংশ নিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পথে বিজয় চন্দ্র সরকার নামের এক বখাটে কলেজছাত্রের দ্বারা আক্রান্ত হয়। অভিযোগ রয়েছে বখাটে ওই কলেজছাত্র কবিতা রানীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্ত্যক্ত করত। প্রেম প্রত্যাখ্যাত হয়ে সে কবিতা রানীর বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার সিদ্ধান্ত নেয়। বখাটেদের উৎপাতে আমাদের দেশে প্রতিদিনই শত শত মেয়ে শিশুকে বিব্রত হতে হচ্ছে। দেশের গ্রামাঞ্চলে এমনকি শহরাঞ্চলেও অভিভাবকরা মেয়েশিশুদের এক বড় অংশকে বাল্য বয়সে বিয়ে দিতে বাধ্য হন বখাটেদের উৎপাতের ভয়ে। প্রেমের প্রস্তাবে রাজি না হলে হামলা, অপহরণ, সম্ভ্রমহানি এমনকি এসিড নিক্ষেপের ঘটনাও প্রায়শই ঘটে থাকে। দেশের শাসন ক্ষমতায় গত দুই যুগেরও বেশি সময় ধরে সরকার ও বিরোধী দলের নেতৃত্বে নারী রাজনীতিকদের অবস্থান সত্তে¡ও দেশে নারী নিগৃহ বিশেষত বখাটেদের উৎপাত বন্ধে কোনো ইতিবাচক সাফল্য অর্জিত হয়নি। শিক্ষার্থীই শুধু নয়, কর্মজীবী নারীদেরও প্রায়ই বখাটেদের হয়রানির শিকার হতে হয়। নারী নির্যাতনের বিরুদ্ধে দেশে কঠোর আইন থাকা সত্তে¡ও তার প্রয়োগগত দুর্বলতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে নিরাপত্তার সংকট থেকেই যাচ্ছে। গাজীপুরের কালিকৈরের স্কুলছাত্রীর প্রাণহানির দায়ে জড়িত বখাটেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আমরা আশা করব বিচারের মাধ্যমে এ দুষ্কর্মের দৃষ্টান্তমূলক সাজা যাতে সে পায় তা নিশ্চিত করা হবে। পাশাপাশি স্কুল-কলেজগামী ছাত্রী এবং কর্মজীবী নারীদের কর্মস্থলে যাওয়া-আসার ক্ষেত্রে নিরাপত্তাদানে আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে এমনটিও কাম্য। বখাটেপনার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক নেতাদেরও কঠোর হতে হবে। এ ব্যাপারে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের দায়বদ্ধ ভূমিকাও নিশ্চিত করা উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর