রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

মিসরের সমাজজীবন

নিজস্ব প্রতিবেদক

মামলুক রাজত্বে মিসরের সামাজিক ও অর্থনৈতিক জীবন ছিল খুবই আড়ম্বরপূর্ণ ও সচ্ছল।  যদিও তাদের অনেকে স্বেচ্ছাচারী ছিলেন এবং প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য লোকক্ষয় ও অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়, তবুও মামলুক সুলতানরা জাঁকজমকপূর্ণভাবে বসবাস করেন। মামলুক রাজ্যের নিরাপত্তা রক্ষার জন্য শক্তিশালী সেনাবাহিনী গঠিত হয়। এটাকে তিন ভাগে বিভক্ত করা হয়- (ক) মামলুক আস-সুলতানিয়া, অর্থাৎ রাজকীয় মামলুক, (খ) মামলুক আল ওমারা অর্থাৎ ওমারাহদের মামলুক; (গ) আজনাদ-ই-হানফা অর্থাৎ অ-মামলুক বাহিনী। রাজকীয় মামলুক বাহিনী অত্যন্ত সুগঠিত ছিল, তারা সুলতানের দেহরক্ষী হিসেবেও কাজ করত এবং জমিদারি ভোগ করত। এ শ্রেণি থেকে আমির অর্থাৎ দলপতি নিযুক্ত হতেন। মামলুক দরবার ছিল খুবই জাঁকজমকপূর্ণ এবং এ সুপরিকল্পিত কাঠামোতে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি নিয়োজিত ছিলেন। প্রধান রাজকর্মচারীটিকে বলা হতো ‘নায়েব-আল-সুলতান, অর্থাৎ ভাইসরয়। সুলতানের পরেই তার পদমর্যাদা ছিল এবং তিনি রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন।  প্রধান সেনাপতি ‘আতাবেগ’ নামে পরিচিত ছিলেন।

সর্বশেষ খবর