শিরোনাম
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিজয়া দশমী

সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা

বিজয়া দশমী আজ। শারদীয় দুর্গাপূজার সবচেয়ে আনন্দঘন দিন। আনন্দঘন পরিবেশে শুরু হয়েছিল যে দুর্গোৎসব- দেবী বিসর্জনের মধ্য দিয়ে আজ তার ইতি ঘটছে। বিজয়া দশমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমাদের শারদীয় শুভেচ্ছা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজির হয়েছিল ভক্তদের মাঝে। চার দিন আগে ষষ্ঠী তিথিতে বোধন ও অধিবাসের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতার শুরু হয় সপ্তমী, অষ্টমী ও আজ একই দিনে নবমীর পূজা অর্চনার পর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তার সমাপ্তি হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে এবার যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে তা নজিরবিহীন। পূজামণ্ডপগুলোতে সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে তুলবে বলে আমাদের বিশ্বাস। দুর্গাপূজার লক্ষ্য হলো শুভ শক্তির আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আদ্যাশক্তি মহামায়া হলেন সৃষ্টির আদি কারণ। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির অভ্যুদয় দুর্গা আরাধনার মূল উদ্দেশ্য হিসেবে বিবেচিত। যুগের বিবর্তনে দুর্গোৎসব বাঙালির লোকজ সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে ঠাঁই পেয়েছে। বাঙালি ঐতিহ্যগতভাবেই উৎসবপ্রিয়। ঈদ ও পূজাকে ঘিরে জাতীয় জীবনে যে আবেগ সৃষ্টি হয় তা এ সত্যকেই তুলে ধরে। এক সম্প্রদায়ের উৎসবে অন্য সম্প্রদায়ের উপস্থিতি জাতীয় ঐক্যকেই সুসংহত করে। বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা দেশের সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী সব ধর্মের সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই অধিকার নিশ্চিত করতে তার সরকার বদ্ধপরিকর। দুই বিদেশি হত্যার ঘটনা জননিরাপত্তা নিয়ে নানা আশঙ্কা সৃষ্টি করলেও শারদীয় দুর্গোৎসব পালনে তার কোনো ছাপ পড়েনি। বাংলাদেশের মানুষের উদার ও অসাম্প্রদায়িক চেতনার কাছে বিভেদকামী অপশক্তি কোনো ঠাঁই পায়নি।  এ বছর এমন এক সময় দুর্গোৎসব পালিত হচ্ছে যখন দুর্নীতি ও অসততার বাড়াবাড়ি জনজীবনের দুঃখ-কষ্ট বাড়িয়ে চলছে। চারদিকে দেখা দিচ্ছে মূল্যবোধের সংকট।  অশুভ শক্তিকে পরাভূত করার দুর্গোৎসবের শিক্ষা অনুসারীদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারলে তা হবে এক বিরাট অর্জন।

সর্বশেষ খবর