শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মুসলমানদের অগ্নিপরীক্ষা

উহুদের যুদ্ধ মুসলমানদের জন্য ছিল একটি অগ্নিপরীক্ষা। এই অগ্নিপরীক্ষা ছিল ধৈর্য ও ইমানের। এ কথা সত্য, নিরবচ্ছিন্ন বিজয় কোনো জাতি বা দেশের ভাগ্যে ঘটে না। বিজয়ের আনন্দ ও পরাজয়ের গ্লানিকে সঙ্গী করেই বৃহত্তর সাফল্যের পথে এগিয়ে যেতে হয়। এ জন্য প্রয়োজন ইমান ও ধৈর্য। এ দুই পরীক্ষাতেই মুসলমানরা সাহসিকতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। গোলাম মোস্তফা বলেন, বদর ও উহুদ যুদ্ধের গাজীরাই পরবর্তীকালে ইসলামের বিজয় অভিযান পরিচালনা করেছিলেন।

সিরিয়া, পারস্য, মিসর, স্পেন প্রভৃতি দেশ তাদের হাতেই বিজিত হয়েছিল। ভবিষ্যতের সেই বীর বাহিনী উহুদের ময়দানে অগ্নিস্নান করেই শুদ্ধবুদ্ধ ও পবিত্র হয়েছিলেন। এ দুঃখদহন না ঘটলে এ নৈতিক পাঠ তারা আর কোথা থেকে গ্রহণ করতেন? এ যুদ্ধে পরাজিত হওয়া সত্ত্বেও মুসলমানদের মনোবল বিন্দুমাত্র ভেঙে পড়েনি; এটা কুরাইশদের অভ্যন্তরীণ দুর্বলতাকে প্রকাশ করেছিল। বিজয়ী হয়েও বিধর্মীরা মুসলমানদের পশ্চাদ্ধাবন কিংবা মদিনা আক্রমণের সাহস করেনি।

তারা মুসলমান সৈন্যদের বন্দী করতে অথবা তাদের ধন-সম্পদ লুণ্ঠন করতেও সাহসী হননি।  অন্যদিকে এ পরাজয় মুসলমানদের বিক্রমকে অধিকতর বর্ধিত করেছিল।

শাকিল জাহান

সর্বশেষ খবর