মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

রাজনৈতিক অবস্থা

খ্রিস্টের জন্মের চার হাজার বছর পূর্বে মিসরীয়রা একটি সুগঠিত ও সুসংবদ্ধ জাতি হিসেবে মিসর রাষ্ট্রের গোড়াপত্তন করে। প্রাচীনকালে মিসরে নোম বা নগররাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল। এ নোমগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে দুটি বৃহৎ রাজ্যের সৃষ্টি করে।  এদের একটি উত্তর মিসর এবং অপরটি দক্ষিণ মিসর নামে অভিহিত হয়। খ্রিস্টপূর্ব ৩,৫০০ অব্দে এ দুটি অংশ একত্রিত হয়ে অখণ্ড মিসর রাজ্য গঠন করে। দক্ষিণ মিসরের রাজা মেনেসের অধীনে দুটি রাজ্য ঐক্যবদ্ধ হয়। এর পর প্রায় তিন হাজার বছর পর্যন্ত প্রাচীন মিসরে ৩১টি রাজবংশ রাজত্ব করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর