শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

দুই নারী পাইলট

অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুন তারা

বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো ঠাঁই পেয়েছেন দুই নারী পাইলট। দেশের নারী সমাজের জন্য তাদের সাফল্য অনুপ্রেরণাদায়ক হয়ে দেখা দেবে বলে আশা করা হচ্ছে। মুসলিম প্রধান দেশ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং রক্ষণশীল। তবে ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় যুদ্ধক্ষেত্রেও মুসলিম নারীরা অতীতে ভূমিকা রেখেছেন। রসুল (সা.) পত্নী হজরত আয়েশা (রা.) উটের পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করেছেন। ইসলামের ইতিহাসে যা উটের যুদ্ধ নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে রাজিয়া সুলতানা, চাঁদ সুলতানাসহ অন্যদের বীরত্বপূর্ণ অবদানও অনেকের জানা। আমাদের মহান মুক্তিযুদ্ধে নারী মুক্তিযোদ্ধাদের অবদান প্রাতঃস্মরণীয়। তাদের কেউ কেউ সর্বোচ্চ পর্যায়ের পদকও পেয়েছেন। এ ঐতিহ্য সামনে রেখে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নারী সদস্যদের অবদান রাখার সুযোগ সৃষ্টি করা হয়। সেনাবাহিনীতে এ মুহূর্তে উল্লেখযোগ্য নারী সদস্য কর্মরত। মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশের পুলিশ বাহিনীতে সবচেয়ে বেশি নারী সদস্য রয়েছে। তবে সেনাবাহিনীর ইতিহাসে পাইলট হিসেবে নারী সৈনিকদের অন্তর্ভুক্তি এটিই প্রথম। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনীর দুজন নারী শিক্ষানবিস পাইলট বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আর্মি অ্যাভিয়েশন গ্রুপে সফলভাবে একক ও দ্বৈত উড্ডয়ন পরিচালনা করেছেন। ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ও ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার সেসনা ১৫২ অ্যারোপেক প্রশিক্ষণ বিমানের মাধ্যমে একক ও দ্বৈত উড্ডয়ন পরিচালনা করে নিজেদের কৃতিত্বের জানান দিয়েছেন। ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৬১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। ইঞ্জিনিয়ার্স কোরের কোর্স শেষ করে গত বছরের ১৬ নভেম্বর আর্মি অ্যাভিয়েশন বেসিক কোর্স-৯ এ যোগদান করেন। তিনি গত ১৮ জুন তার উড্ডয়ন দক্ষতা প্রমাণ করতে প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন। ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৬১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অর্ডন্যান্স কোরে কমিশন লাভ করেন। কোর্স শেষ করে গত বছরের ১৬ নভেম্বর তিনি আর্মি অ্যাভিয়েশন বেসিক কোর্স-৯ এ যোগদান করেন।  গত ৩০ জুন প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন তিনি। আমরা দুই সাহসী নারীর এ সাফল্যকে স্বাগত জানাই। আমাদের প্রত্যাশা এ ঘটনা দেশের অন্য নারীদের জন্যও এগিয়ে যাওয়ার পথ দেখাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর