শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ব্যবসার পরিবেশ সূচক

বাংলাদেশের পিছিয়ে পড়া দুর্ভাগ্যজনক

ব্যবসার পরিবেশসংক্রান্ত সূচকে বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে। বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশনের (আইএফসি) জরিপে এই দুঃসংবাদের বিষয়টি জানানো হয়েছে। আইএফসি অবশ্য সান্ত্বনার কথা শুনিয়ে বলেছে, বৈশ্বিক হিসেবে পেছালেও আগের তুলনায় বাংলাদেশের ব্যবসার পরিবেশের কিছুটা অগ্রগতি হয়েছে। আইএফসির বার্ষিক প্রতিবেদন ডুয়িং বিজনেস ২০১৬-তে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৭৪ নম্বরে। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৭২ নম্বরে। সোজা কথায় বিশ্বব্যাংক ও আইএফসির মূল্যায়নে বাংলাদেশে এখন ব্যবসা করা আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে ৬০ শতাংশ দেশে ব্যবসায় পরিবেশে উন্নতি হয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। ব্যবসার জন্য সবচেয়ে উপযুক্ত ১০টি দেশের তালিকার বাকি নয়টি হচ্ছে- নিউজিল্যান্ড, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, হংকং, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ড। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত এবার ১২ ধাপ এগিয়েছে। গত বছর ভারতের অবস্থান ছিল ১৪২তম আর এবার ১৩০। তবে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ব্যবসায় পরিবেশের ক্ষেত্রে আগের বছরের তুলনায় ১০ ধাপ পিছিয়েছে। গত বছর পাকিস্তানের অবস্থান ছিল ১২৮। এ বছর দেশটি ১৩৮তম অবস্থানে নেমে গেছে। এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভুটানের অবস্থান ৭১, নেপাল ৯৯ এবং শ্রীলঙ্কা রয়েছে ১০৭-এ। আইএফসির ব্যবসায়িক পরিবেশ মানদণ্ড অনুযায়ী একটি দেশের অর্থ-বাণিজ্যের পরিবেশ ১০টি মাপকাঠিতে তুলনা করে সূচক বানানো হয়। এই ১০টি মাপকাঠি হলো নতুন ব্যবসা শুরু করা, অবকাঠামো নির্মাণের অনুমতি পাওয়া, বিদ্যুৎ সুবিধা, সম্পত্তির নিবন্ধন, ঋণ পাওয়ার সুযোগ, সংখ্যালঘু বিনিয়োগকারীদের সুরক্ষা, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তি বাস্তবায়ন ও অসচ্ছলতা দূরীকরণ। আইএফসির প্রতিবেদনে ব্যবসার পরিবেশের ক্ষেত্রে বাংলাদেশের পিছিয়ে পড়ার খবর নিঃসন্দেহে উদ্বেগজনক।  বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার যখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তখন আইএফসির প্রতিবেদন তাতে কিছুটা হলেও অপছায়া ফেলবে। এ প্রতিকূলতা কাটিয়ে উঠতে ব্যবসার পরিবেশ সৃষ্টিতে সরকারকে যত্নবান হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর