সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

সেলজুক তুর্কি

প্রাচীনকাল থেকে চীনের গোবি মরুভ‚মির পশ্চিমে তুর্কি সম্প্রদায়ভুক্ত একটি দুর্ধর্ষ যাযাবর জাতি বসবাস করত। পরবর্তী পর্যায়ে তাতার নামক অপর এক বেদুইন জাতি কর্তৃক বিতাড়িত হয়ে তারা দক্ষিণ-পশ্চিমে আগমন করে। এ প্রসঙ্গে উলে­খযোগ্য যে, অটমান তুর্কিদের পূর্বপুরুষ ছিল মধ্য-এশিয়া ও পারস্যের সেলজুক জাতি। ৯৫৬ খ্রিস্টাব্দে সেলজুক নামক একজন দলপতির নেতৃত্বে ‘ঘুজ’ অথবা ‘অঘুজ’ তুর্কি গোত্রের একটি দল তুর্কিস্তানের কিরগিজ মালভ‚মি থেকে মধ্য-এশিয়ার বুখারায় বসবাস আরম্ভ করে। সেখানে তারা সুন্নি ইসলাম ধর্ম গ্রহণ করে। মতবাদের দিক থেকে তারা সুন্নিপন্থি ছিল। সেলজুকের পৌত্র তুগ্রিল তার ভ্রাতার সহায়তায় ১০৩৭ খ্রিস্টাব্দে গজনবী সুলতানদের কাছ থেকে মার্ভ ও নিশাপুর অধিকার করেন। তিনি পারস্যের বহু অঞ্চল জয় করে বুয়াইদদের স্থলাভিষিক্ত হয়ে বাগদাদে শাসনক্ষমতা দখল করেন। সেলজুক তুর্কি বংশের প্রখ্যাত সুলতান মালিক শাহ কৃতিত্বের সঙ্গে দেশ শাসন করেন।

 তার পিতা আলপ-আরসালানের শাসনামলে ১০৭১ খ্রিস্টাব্দে মানযেকার্ডের যুদ্ধে বায়জানটাইনদের পরাজিত করে আর্মেনিয়া ও এশিয়া মাইনরে তুর্কিদের আধিপত্য বিস্তার করেন। হিট্টির ভাষায়, ‘এই সেলজুক যাযাবর জাতি এশিয়া মাইনরে তুর্কিকরণের প্রক্রিয়া চালু করে। আলপ-আরসালানের চাচাত ভাই সুলায়মান এশিয়া মাইনরে নব-অধিকৃত সেলজুক অঞ্চলের শাসনকর্তা নিযুক্ত হন। তিনি ১০৭৭ খ্রিস্টাব্দে রুমে (রোমানদের দেশ) অর্থাৎ এশিয়া মাইনরে একটি স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। নাইসিয়া ছিল এর রাজধানী। ১০৮৪ খ্রিস্টাব্দে আইকোনিয়ামে অর্থাৎ কুনিয়াইতে সেলজুক  রাজধানী প্রতিষ্ঠিত হয়।

গ্রন্থনা : জাফর খান

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর