বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগনামা

সরকারের ভাবমূর্তিতে চুনকালি লাগাচ্ছে ওরা

ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের দুই গ্রুপের সংঘর্ষের পরিণতিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও একই চেহারায় আবিভর্‚ত হয়েছে ফ্রাঙ্কেনস্টাইনের এই দানবরা। ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে লাইনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের দু’পক্ষ নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হলে হাটহাজারী থানার ওসি ও ছয় কনস্টেবলসহ ছাত্রলীগের অন্তত ৫০ নেতা-কর্মী আহত হয়। এ ঘটনার পর পুলিশ তল্লাশি চালিয়ে দুটি হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও ৩৫ জনকে আটক করে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের নামে হানাহানিতে লিপ্ত হওয়া একটি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। দুর্বিনীত এ সংগঠনের ক্যাডাররা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রায়শই আবিভর্‚ত হচ্ছে যমদূতের ভূমিকায়। যেখানে প্রতিপক্ষ নেই সেখানে নিজেরাই নিজেদের বিরুদ্ধে অস্ত্র শানাচ্ছে। তাদের কাণ্ডজ্ঞানহীন আচরণের কাছে জিম্মি হয়ে পড়ছে সরকারি দলের সুনাম। বলা হয়ে থাকে ছাত্রলীগ নামের ফ্রাঙ্কেনস্টাইনের দানব যাদের সহযোগী সংগঠন তাদের বিপদে ফেলার জন্য প্রতিপক্ষের কোনো দরকার নেই। দেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের অবদান অবিস্মরণীয়। গর্ব করে বলা হয়, ছাত্রলীগের ইতিহাস হলো বাংলাদেশের ইতিহাস। কিন্তু বর্তমানে যারা নিজেদের ছাত্রলীগ দাবি করে শিক্ষাঙ্গনে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে তাদের ঐতিহ্যবাহী এ সংগঠনের প্রেতাত্মা বলাই শ্রেয়। সাম্প্রতিক দিনগুলোতে ছাত্রলীগ নামধারীরা দুষ্কর্মের প্রতীক বলেই বিবেচিত হচ্ছে তাদের অপকর্মের জন্য। প্রতিপক্ষের ওপর হামলা, চাঁদাবাজি টেন্ডারবাজি তাদের অভ্যাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পাস থেকে প্রতিপক্ষকে উচ্ছেদের পর তারা নিজেরাই নিজেদের রক্ত ঝরাচ্ছে। ছাত্রলীগ নামধারী ফ্রাঙ্কেনস্টাইনের নব্য দানবরা নিজেদের মধ্যে যত হানাহানি করুক তাতে দেশবাসীর আপত্তি থাকার কথা নয়। কিন্তু তাদের সন্ত্রাস চর্চায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে এটি মেনে নেওয়া যায় না। সরকারের ভাবমূর্তিতে চুনকালি লাগাচ্ছে সন্ত্রাসের যে বরপুত্ররা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া নৈতিক কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। এ ব্যাপারে চুপ থাকা হবে আত্মঘাতী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর