বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শুধুই অনুমান শুধুই সন্দেহ

লেখক প্রকাশক হত্যা তদন্তে ব্যর্থতা কাম্য নয়

দেশে একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন বুদ্ধিবৃত্তির সঙ্গে সংশ্লিষ্টরা। বেশ কয়েকজন ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক প্রাণ হারিয়েছেন অন্ধতা এবং কূপমণ্ডূকতার উপাসকদের হাতে। মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার মতো একের পর এক হত্যাকাণ্ড হলেও ধরা পড়ছে না ঘাতকরা। প্রতিটি হত্যাকাণ্ডের পর চলছে তদন্ত। কিন্তু ওই পর্যন্তই। অনুমান ও সন্দেহকে অনুষঙ্গ করে চলছে প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত কাজ। ফাঁকা মাঠে তলোয়ার ঘুরানোর ফলাফল দাঁড়াচ্ছে শূন্য। সর্বশেষ জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ড নিয়েও তদন্তের নামে চলছে ফাঁকা মাঠে তলোয়ার ঘুরানোর নিষ্ফল কর্মকাণ্ড। আজিজ মার্কেট থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজে র‌্যাব তিন যুবককে সন্দেহভাজন বলে অভিহিত করলেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, ফুটেজ বিশ্লেষণ করে তারা কিছুই পায়নি। এখনো অনেকটা অন্ধকারেই আছেন তারা। কয়েকজন কর্মকর্তা আগের দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি টেনে বলেছেন, শাহবাগে প্রকাশক দীপন হত্যা এবং লালমাটিয়ায় শুদ্ধস্বরের প্রকাশক টুটুলসহ তিনজনকে হত্যাচেষ্টার ঘটনাটি উগ্রপন্থি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই ঘটিয়েছে। সন্দেহ ও অনুমানভিত্তিক নিষ্ফল তদন্ত বুদ্ধিবৃত্তির সঙ্গে জড়িতদের জন্য কোনো সান্ত্বনাই বয়ে আনতে পারছে না। স্বভাবতই আতঙ্ক কাটছে না লেখক ও মুক্তচিন্তার মানুষের। গত সোমবার গভীর রাতে এক লেখক-সাংবাদিক নিরাপত্তা শঙ্কায়, তার আগে এক প্রকাশক থানায় জিডি করেছেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশ ও নীলাদ্রি নিলয়সহ হত্যাকাণ্ডের সঙ্গে দীপন হত্যাকাণ্ডের মিল রয়েছে। একই মতাদর্শের দুর্বৃত্তরাই যে দীপনকে হত্যা করেছে তা অনেকটাই স্পষ্ট। তাদেরই অপর একটি দল প্রায় একই সময়ে লালমাটিয়ায় শুদ্ধস্বরের প্রকাশক টুটুলসহ তিনজনকে হত্যার চেষ্টা চালায়। বুদ্ধিবৃত্তির সঙ্গে সংশ্লিষ্টদের হত্যাকাণ্ডে যথাযথ তদন্তের ঘাটতি থাকলেও এ নিয়ে রাজনীতির অভাব নেই। নেই পরস্পরকে দোষারোপের ঘৃণ্য প্রবণতার অভাব। আমাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনী এসব হত্যাকাণ্ডের জট মোচনকে চ্যালেঞ্জ হিসেবে নিলে সাফল্য ধরা দিতে বাধ্য। একটি অপরাধের যথাযথ তদন্ত ও অপরাধীদের বিচারের সম্মুখীন করা মানেই আরেকটি অপরাধ সৃষ্টিতে বাদ সাধা। বৃহৎ জাতীয় স্বার্থে এ ব্যাপারে সবাইকে আন্তরিক হতে হবে।

সর্বশেষ খবর