বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পৌরসভা নির্বাচন

শেষ ভালো যার সব ভালো তার

আগামী ডিসেম্বরেই দলীয় ভিত্তিতে পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে এবং এ ব্যাপারে জোরেশোরে প্রস্তুতিও চলছে। গত সোমবার স্থানীয় সরকার আইন (পৌরসভা) সংশোধনীর অধ্যাদেশ জারি করা হয়েছে। পরদিন তার গেজেট প্রকাশিত হওয়ার পর এ আইনের আলোকে পৌরসভা নির্বাচনবিধিসহ প্রয়োজনীয় বিধিমালা সংশোধনের প্রক্রিয়া চলছে। চলতি সপ্তাহেই বিধিমালা চূড়ান্ত করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সংশোধিত নির্বাচনবিধি সরকারের অনুমোদন পেলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। দলীয় ভিত্তিতে ডিসেম্বরে ২৪০টি পৌরসভায় যে নির্বাচন হতে যাচ্ছে তাতে মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে দলীয় মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীকসহ প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন। পাশাপাশি অবশ্য স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকবে। দলীয় ভিত্তিতে পৌরসভা নির্বাচনের পক্ষে-বিপক্ষে সারা দেশে ইতিমধ্যে বিতর্ক দেখা দিয়েছে। এর এক পক্ষের মত দলীয় ভিত্তিতে নির্বাচন হওয়ায় তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলার তাগিদ সৃষ্টি হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে যারা দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন দল তাদের কার্যক্রমের ওপর নজর রাখার সুযোগ পাবে। ফলে দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো কার্যকলাপ থেকে তাদের বিরত রাখার ক্ষেত্রে নজরদারির সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে দলীয় মনোনয়নবিরোধীরা বলছেন, এর ফলে তৃণমূল পর্যায়ে দলাদলি শুরু হবে। দলের ঊর্ধ্বে থেকে দলমত নির্বিশেষে সবার সেবা করার মনোভাব প্রাধান্য হারাবে। দলবাজির অভ্যাস যখন জাতীয় ব্যাধি হিসেবে বিবেচিত হচ্ছে তখন দলীয় ভিত্তিতে নির্বাচন নিয়ে আশঙ্কা দেখা দেবে এমনটিই স্বাভাবিক। কথায় বলে- শেষ ভালো যার সব ভালো তার। আমরা আশা করব, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চা ও স্থানীয় সরকারব্যবস্থাকে অর্থবহ করে তুলতে সব মহল

আন্তরিকতার পরিচয় দেবে।

সর্বশেষ খবর