বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

ওসমানলী থেকে অটমান

প্রধান সেলজুক বংশের পতনের পর সেলজুক অধিকৃত বিভিন্ন অঞ্চল স্বাধীনভাবে রাজত্ব করতে থাকে। ত্রয়োদশ শতাব্দীতে দুর্ধর্ষ মোঙ্গল সম্রাট চেঙ্গিস খানের আবির্ভাব ও সমরাভিযানে তুর্কি সম্প্রদায় খোরাসান হতে দক্ষিণ-পশ্চিম দিকে বিতাড়িত হয়। এই গোত্রের দলপতি সুলায়মান শাহ দুই হতে চার হাজার যাযাবর তুর্কি পরিবারসহ এশিয়া মাইনরের দিকে যাত্রা করেন। তারা আর্মেনিয়া হয়ে ‘এরজেরুন’-এ এসে উপস্থিত হন। কিন্তু চেঙ্গিস খানের পারস্য অভিযান সমাপ্ত হলে তুর্কি সম্প্রদায় স্বদেশে প্রত্যাবর্তন করতে মনস্থ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত ইউফ্রেটিস নদীতে সুলায়মানের সলিল সমাধি হলে তার সহচররা এটাকে কুলক্ষণ বলে অভিহিত করেন। সুলায়মানের পুত্র শুংকুর ও শুন দোগদুরের নেতৃত্বে অধিকাংশ তুর্কি খোরসানে প্রত্যাবর্তন করলেও অপর দুই পুত্র আত-তুগ্রিল ও দুব্দার নেতৃত্বে অবশিষ্ট তুর্কিরা এশিয়া মাইনরে আগমন করে বসতি স্থাপন করে। খোরাসান হতে এরজেরুনে আগমন করে যে তুর্কি সম্প্রদায় বসবাস শুরু করে তারা ‘ওসমানলী’ অথবা ‘ওসমানীয়’ তুর্কি গোত্র নামে পরিচিত। এরা ‘ওঘুজ’ সম্প্রদায়ের ২৪টি শাখার অন্যতম। ‘ওসমানলী’ শব্দটির উৎপত্তি হয় এশিয়া মাইনরে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম সুলতান ওসমানের নাম হতে। ইউরোপীয় ঐতিহাসিকদের রচনাবলিতে ওসমানলী শব্দটি বিকৃত হয়ে ‘অটমান’ হয়েছে।

সর্বশেষ খবর