বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিচিত্রিতা

হোজ্জার গপ্প

হোজ্জার গপ্প

একবার নাসিরুদ্দিন হোজ্জার খুব অসুখ হলো। এ অবস্থায় নিজের গাধাটির যত্ম নেওয়া ও খাওয়ানো কঠিন হয়ে পড়ল। বাধ্য হয়ে হোজ্জা তার স্ত্রীকে বললেন, তুমি গাধাগুলোকে খাওয়াতে পারবে? হোজ্জার বিবি রাগী স্বভাবের। নিজের কাজ বাদ দিয়ে অন্যের কাজ করার ব্যাপারে তার আগ্রহ ছিল না। তিনি হোজ্জাকে সরাসরি না বলে দিলেন। স্ত্রীর মুখে না শুনে হোজ্জার মেজাজ খারাপ হয়ে গেল। মুহূর্তেই লেগে গেল তুমুল ঝগড়া। ঝগড়ার একপর্যায়ে সমঝোতা হলো। ঠিক হলো এখন থেকে কেউ কোনো কথা বলবে না। যে আগে কথা বলবে সে-ই গাধাকে খাওয়াবে। একদিন বিকালের কথা। হোজ্জার স্ত্রী পানি আনতে বাড়ির বাইরে গেছেন। খালি বাসা দেখে এক চোর ঘরে ঢুকল। হাতের কাছে যা কিছু পেল সব বস্তায় ভরতে লাগল। এমন সময় বাইরে থেকে এসে চোরকে দেখে ফেললেন হোজ্জা; কিন্তু বাজিতে হেরে যাওয়ার ভয়ে কিছুই বললেন না। নির্বিঘেœ চুরি করে চলে গেল চোর। হোজ্জার স্ত্রী পানি নিয়ে বাসায় ফিরে এসে যখন দেখলেন সব খালি, চিৎকার করে বললেন, ‘হায় হায়! আমার সব চুরি হয়ে গেছে। বউয়ের মুখে কথা শুনে খুশিতে লাফিয়ে উঠে হোজ্জা বললেন, ‘আমি বাজিতে জিতেছি, এখন তোমাকেই গাধাকে খাওয়াতে হবে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর